ক্যারিবিয়ান ক্রিকেট লিগের ফাইনালে উঠতে পারেনি সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস। শনিবার ভোরে অনুষ্ঠিত সেমিফাইনালে জ্যামাইকা তালওয়াসের কাছে ৭ উইকেটে হেরেছে বার্বাডোজ।
ফাইনালে গায়ানার মুখোমুখি হবে জ্যামাইকা।
প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের দল করে ৬ উইকেটে ১৪৮। জবাবে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা।
এই ম্যাচে সাকিব ব্যাটিং করার সুযোগ পাননি সাকিব। বল হাতে মাত্র ১ ওভার করে ৮ রান দিয়ে উইকেট পাননি।
পুরো টুর্নামেন্টে মাত্র ২২ রান করে শেষ হলো সাকিবের ক্যারিবিয়ান ক্রিকেট লিগ। বল হাতে ১১ উইকেট নিয়েছেন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে রেইফারের ৩৬, শোয়েব মালিকের ৪৯ ও আজহার মাহমুদের ১৪-তে ১৪৮ করে বার্বাডোজ। ফিল্যান্ডার দুটি আর একটি করে উইকেট নেন গেইল ও বার্নার্ড। জবাবে চাডউইক ওয়াল্টনের ৪৫, কুমার সাঙ্গাকারার ৫০ ও রাসেলের ৬ বলে ২৯-এ ১৮.৩ ওভারেই জয় নিশ্চিত করে জ্যামাইকা।
ম্যাচসেরা সাঙ্গাকারা।
Discussion about this post