বোলার পরিচয় ছাপিয়ে যতো দিন যাচ্ছে অলরাউন্ডার হয়ে উঠছেন হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টেও দেখাচ্ছেন ম্যাজিক। দ্বিতীয় দিনে রোববার সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় এই ব্যাটসম্যান গড়লেন অনন্য কিছু রেকর্ড। ১ রান নিয়ে শুরু করেছিলেন দিন। এরপর লাঞ্চের আগেই করেন ১০৮ রান। এক সেশনে একশ রানের বেশি রান। লাঞ্চের আগের সেশনে শতরান ভারতীয় টেস্ট ইতিহাসে এবারই প্রথম।
এখানেই শেষ নয়, শতরানের করা পথে শ্রীলঙ্কান স্পিনার মালিন্দা পুস্পকুমারার এক ওভারে নেন ২৬ রান। ৪, ৪, ৬, ৬, ৬, ০! এটি ভারতের হয়ে টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড। এক ওভারে ২৮ রান করে টেস্টে বিশ্ব রেকর্ড যৌথভাবে ব্রায়ান লারা ও জর্জ বেইলির। ৬ বলের ওভারে ২৭ নিয়েছেন শহিদ আফ্রিদি।
৮৬ বলে সেঞ্চুরি স্পকরেন পান্ডিয়া। এটি ভারতের হয়ে দেশের বাইরে দ্বিতীয় দ্রুততম শতরান। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় মাত্র ৭৮ বলে শতরান করেন বীরেন্দ্র শেবাগ।
৯৬ বলে ১০৮ রানের ইনিংসে পান্ডিয়ার ছিল ৭টি ছক্কা। ভারতের হয়ে এক ইনিংসে তার চেয়ে বেশি ছয় নভোজোত সিং সিধুর।১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৪ রানের ইনিংসে মারেন ৮ ছক্কা।
তৃতীয় টেস্ট খেলতে নেমে রোববার পান্ডিয়া পেলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। এটি প্রথম শ্রেণির ক্রিকেটেও তার প্রথম শতক। পান্ডিয়াদের এমন ঝড়ে ভারত তাদের ১ম ইনিংসে করেছে ৪৮৭ রান। জবাব দিতে নেমে ৩৭.৪ ওভারে ১৩৫ রানে অলআউট লঙ্কা। এরপর ২য় ইনিংসে নেমে ১৯ রান তুলতেই হারিয়েছে ১ উইকেট।
Discussion about this post