পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে কিছুদিন আগেই। এখন নিয়মিত দেশটিতে সফরে যাচ্ছে বিদেশি দলগুলো। তার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় দলও গুরে এসেছে দেশটিতে। এবার পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ যুব দলও। সময়ের ঘড়ি বলছে-
দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
পাকিস্তানি যুবাদের বিপক্ষে একটি চারদিনের আরপাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ যুব দল। সব ঠিক থাকলে জুনিয়র টাইগাররা ১ নভেম্বর পাকিস্তানে পৌঁছাবে। ফয়সালাবাদের বিখ্যাত ইকবাল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ।
আগামী ৪-৭ নভেম্বরে চারদিনের ম্যাচটি। তারপর পাঁচ ম্যাচের প্রথমটি হবে ১০ নভেম্বর। সিরিজের বাকি চারটি ম্যাচ ১২, ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর। প্রতিটি ম্যাচ হবে ৪৫ ওভারে। সিরিজের সবগুলো ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।
এর আগে অনূর্ধ্ব ১৯ দল সর্বশেষ পাকিস্তান সফর করে নভেম্বর ২০০৭ সালে।
সফরের সময়সূচি
১ নভেম্বর – বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তান যাত্রা
৪ থেকে ৭ নভেম্বর – চার দিনের ম্যাচ
১০ নভেম্বর – প্রথম ওয়ানডে
১২ নভেম্বর – দ্বিতীয় ওয়ানডে
১৪ নভেম্বর – তৃতীয় ওয়ানডে
১৬ নভেম্বর – চতুর্থ ওয়ানডে
১৮ নভেম্বর – পঞ্চম ওয়ানডে
১৯ নভেম্বর – অনূর্ধ্ব ১৯ দলের দেশে ফেরা
Discussion about this post