ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এফটিপি অনুযায়ী আগামী বছরের শুরুতেই পাকিস্তান সফরের কথা বাংলাদেশের। এখন থেকেই তাই ব্যাপারটি নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা গত দশ বছর নিরাপত্তা শঙ্কা থাকায় দেশটিতে কোন দলই যায়নি। তাই টাইগারদের সেখানে পাঠানো যাবে কি না, সেটি খতিয়ে দেখতে আগে নিরাপত্তা পর্যবেক্ষকের দ্বরস্থ হচ্ছে বিসিবি। শুধু তাই নয় সংস্থাটি তাদের সেখানে পাঠাচ্ছেও।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলার কথা বাংলাদেশের। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
পাকিস্তানে গত দশ বছর বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট। এর পেছনে কারণ হিসেবে বলা যায় ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা। যে কারণে দলটির ঘরের মাঠের সিরিজগুলো আয়োজন করে আসছে সংযুক্ত আরব আমিরাতে।
২০০৯ সালের পর প্রথম পাকিস্তানে আন্তর্জাতিক সিরিজ হয় ২০১৫ সালে। লাহোরেই দুটি টি-টুয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলে জিম্বাবুয়ে। সেই সিরিজের পর আবার ২ বছরের বিরতি। এরপর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়ায় আইসিসির সহযোগিতার অংশ হিসেবে ২০১৭ সালে লাহোরে তিনটি টি-টুয়েন্টি খেলে আইসিসি বিশ্ব একাদশ। সেই বছরই লাহোরে একটি টি-টুয়েন্টি খেলতে যায় শ্রীলঙ্কা। গত বছর করাচিতে তিনটি টি-টুয়েন্টি খেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সফরে পাকিস্তানে আছে শ্রীলঙ্কা।
গত ১০ বছরে প্রায় সব দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে খেললেও বাংলাদেশকে কখনও সেখানে আমন্ত্রণ জানায়নি পাকিস্তান। প্রতিবারই তারা চেষ্টা করেছে বাংলাদেশকে পাকিস্তান সফরে নিতে। কিন্তু কখনই বিসিবি রাজি হয়নি টাইগারদের সেখানে পাঠাতে। তবে আবারও বাংলাদেশকে সফরে যেতে তোড়জোর শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসির চলতি এফটিপি অনুযায়ী আমাদের একটা কমিটমেন্ট আছে, যেখানে পাকিস্তান আতিথ্য দিবে বাংলাদেশকে। আমাদের দলগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ছাড়পত্র। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট হাই কমিশনের সঙ্গে। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা আশা করছি খুব শিগগিরই একটা ইন্সপেকশন টিম ওই দেশগুলো সফর করবে।’
বর্তমানে পাকিস্তান সফর করছে শ্রীলঙ্কা। তাই দলটির নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিসিবি পরিদর্শক দলকে পাঠাতে চায়। এ ব্যাপারে নিজামুদ্দিন বলেন, ‘প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশ হাই কমিশন একটা প্রতিবেদন দিয়েছে এবং আমরা সেটা সরকারকে পাঠিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পাঠিয়েছি। মন্ত্রণালয় এটার উপর কাজ করছে। আমরা আশা করছি যে, খুব শিগগিরই একটা ইন্সপেকশন টিম হয়তো পাকিস্তান সফরে যাবে। আমরা চেষ্টা করছি যে, যেহেতু শ্রীলঙ্কা দল এখন পাকিস্তান সফর করছে। ওই সময় যদি তারা অনগ্রাউন্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পারে, তাহলে তাদের জন্য আরও সহজ হবে।’
Discussion about this post