ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যারাথন সভা। রোববার দুপুরে শুরু হয়ে শেষ সন্ধ্যার পর। অবশ্য আলোচনার টেবিলে ইস্যু ছিলেন অনেক। সবচেয়ে বড় যে বিষয় পাকিস্তান সফর-সেটি নিয়ে এখনো পরিস্কার কোন আভাস মিলেনি। সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তিন ম্যাচের টি- টুয়েন্টি খেলতেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর দেশে ফিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জেনে সেখানে টেস্ট সিরিজ খেলা নিয়ে সিদ্ধান্তে আসবেন তারা।
নাজমুল হাসান পাপন বলেন, ‘দেখুন, মধ্যপ্রাচ্যে এখন ভু-রাজনৈতিক পরিস্থিতি মোটেও ভাল নয়। তাই সরকারের কাছ থেকে আমাদের পাকিস্তান সফরের ব্যাপারে বলা হয়েছে যেন এই সফরটা সংক্ষিপ্ত করা হয়। সরকারের সেই নির্দেশনা মোতাবেক পথেই চলতে চাই আমরা।’
পিসিবি অবশ্য টি-টুয়েন্টি নয়, বাংলাদেশ যেন টেস্ট সিরিজ খেলতে তাদের দেশে যায়, সেটাই চাইছে। এ অবস্থায় নাজমুল হাসান পাপন বলেন, ‘টি-টুয়েন্টি খেলতে পারলে কেন বাংলাদেশ এখানে টেস্ট সিরিজ খেলতে চাইছে না, তার কারণ বোঝা যাচ্ছে না। তিন ম্যাচের টি-টুয়েন্টি ঝটপট শেষ হয়ে যাবে। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য লম্বা সময় লাগবে। আর বিসিবি চায় না যে বাংলাদেশ ক্রিকেট দল লম্বা সময়ের জন্য পাকিস্তানের মাটিতে থাকুক।’
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘এখনও পর্যন্ত সরকারের কাগজ আমরা হাতে পাইনি। তবে একটি স্ক্রিনশট পেয়েছি, যেখানে মূল ব্যাপারগুলো আছে। সেখানে যেটা আছে, সরকার বলছে, মধ্যপ্রাচ্যের এখনকার পরিস্থিতি নিশ্চিতভাবেই অন্য সময়ের চেয়ে একটু আলাদা। সেই অস্থিরতা বিবেচনায় নিয়ে, পাকিস্তান সফর যত সংক্ষিপ্ত করা যায়, সেটাই বলেছে সরকার। আমরা সফরের সম্ভাব্য সূচি সরকারকে পাঠিয়েছিলাম। উনারা বলেছেন, টি-টোয়েন্টি তিনটি যতটা দ্রুত সম্ভব শেষ করে চলে আসতে। পরে পরিস্থিতি ভালো হলে টেস্ট ম্যাচ খেলা যেতে পারে।’
Discussion about this post