এবার বেশ লড়াই করল বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হারল দল।
সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে সোমবার টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪৯.৫ ওভারে টাইগাররা তুলে ২৪৬ রান। তামিম ইকবাল করেন ৮১রান। ৮৩ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে।
জবাব দিতে নেমে ৪৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে পাকিস্তান।
৯৩ রানে অপরাজিত থাকেন মাকসুদ। মাশরাফি ও তাসকিন নেন দুটি করে উইকেট। এক উইকেট রুবেল ও সাকিবের।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি। ক্যানবেরায় প্রতিপক্ষ আফগানিস্তান।
‘এ’ গ্রুপে বাংলাদেশের এছাড়া লড়বে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। লড়াইটা বেশ কঠিন হবে তা আগেই বলে দেয়া যায়।
বাংলাদেশ-পাকিস্তান
টস : বাংলাদেশ
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
এনামুল ক মাকসুদ ব সোহেল ০ ৭ ০ ০
তামিম ব ইয়াসির শাহ ৮১ ১০৯ ৫ ০
মমিনুল ক হারিস ব ইরফান ৭ ১৩ ০ ০
মাহমুদউল্লাহ রান আউট ৮৩ ১০৯ ৫ ০
সাকিব ক শেহজাদ ব ইরফান ৩১ ৩০ ৩ ০
মুশফিকুর ব ইয়াসির শাহ ০ ১ ০ ০
সৌম্য ক উমর ব ওয়াহাব ১৫ ১৭ ১ ০
সাব্বির ক মিসবাহ ব ইরফান ৬ ৫ ১ ০
মাশরাফি ক উমর ব ইরফান ২ ৫ ০ ০
আরাফাত সানি ক আফ্রিদি ব ইরফান ০ ৩ ০ ০
রুবেল হোসেন অপরাজিত ০ ০ ০ ০
অতি. (বা ২, লেবা ২, ও ১৭) ২১
মোট (অল আউট, ৪৯.৫ ওভার) ২৪৬
উইকেট পতন : ১-১, ২-১৬, ৩-১৮৪, ৪-১৯০, ৫-১৯০, ৬-২৩১, ৭-২৩৪, ৮-২৪৪, ৯-২৪৬, ১০-২৪৬।
বোলি : মোহাম্মদ ইরফান ৯.৫-১-৫২-৫, সোহেল খান ৬-০-১৮-১, ওয়াহাব রিয়াজ ১০-০-৫১-১, শহিদ আফ্রিদি ১০-০-৫৬-০, ইয়াসির শাহ ১০-০-৪২-২, হারিস সোহেল ৪-০-২৩-০।
পাকিস্তান ইনিংস রান বল ৪ ৬
শেহজাদ ক এনামুল ব মাশরাফি ৫ ১০ ০ ০
সরফরাজ ক এনামুল ব রুবেল ১ ১০ ০ ০
ইউনুস ক সাকিব ব তাসকিন ২৫ ৪১ ২ ০
হারিস ক সৌম্য ব মাহমুদউল্লাহ ৩৯ ৫৫ ১ ১
সোয়েব মাকসুদ অপরাজিত ৯৩ ৯০ ৯ ২
উমর আকমল ক মুশফিক ব মাশরাফি ৩৯ ৪১ ৩ ১
মিসবাহ ব তাসকিন ১০ ১৯ ০ ০
আফ্রিদি ক আরাফাত ব সাকিব ২৪ ২০ ৩ ০
ওয়াহাব অপরাজিত ২ ৩ ০ ০
অতি. (লেবা ৩, ও ৬) ৯
মোট (৭ উইকেট, ৪৮.১ ওভার) ২৪৭
উইকেট পতন : ১-২, ২-৮, ৩-৫২, ৪-১০৩, ৫-১৬৬, ৬-১৯৯, ৭-২৪০।
বোলিং : মাশরাফি বিন মর্তুজা ১০-০-৫০-২, রুবেল হোসেন ৮-১-৩২-১, তাসকিন আহমেদ ৭-০-৪১-২, সৌম্য সরকার ৩-০-১৮-০, সাকিব আল হাসান ১০-০-৪৫-১, আরাফাত সানি ৪.১-০-৩১-০, মাহমুদউল্লাহ রিয়াদ ৪-০-১৭-১, সাব্বির রহমান ২-০-১০-০।
ফল : পাকিস্তান ৩ উইকেটে জয়ী।
Discussion about this post