পুরো ব্যাপারটায় নীরবতা পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনিয়ে মিডিয়কে কিছু জানাচ্ছে না। তবে বেশ সরব পাকিস্তানি সংবাদমাধ্যম। তারা জানিয়েছে- দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশকে। তবে সেই প্রস্তাবে সম্মতি দেয় নি বিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যম এমন খবর জানিয়েছে।
আগামী মে মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ তারা।
অবশ্য বাংলাদেশই নয় আরো কয়েকটি টেস্ট খেলুড়ে দেশকে আমন্ত্রণ জানিয়েও সাড়া পাচ্ছে না পাকিস্তান। নিরাপত্তা শঙ্কার কারণে তাদের দেশে যেতে চাইছে না। তবে লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল আয়োজনের পর নড়েচড়ে বসে তারা। যেখানে বাংলাদেশের ক্রিকেটার এনামুল হক বিজয়কে মাঠে দেখা গিয়েছিল।
সেই ফাইনালে ৮জন বিদেশি তারকা খেলতে গিয়েছিল পাকিস্তানে।
সেই ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নেই। কোন দেশই দল পাঠাতে রাজী নয় সেখানে। মধ্যপ্রাচ্যই এখন হোম ভেন্যু হয়েছে তাদের। তবে নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া তারা। কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কা এখনো কাটেনি।
Discussion about this post