ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই দিনে দক্ষিণ এশিয়ার দুই দেশের অভিন্ন অভিজ্ঞতা হয়েছে। ইংল্যান্ডের মাঠে ব্যাট হাতে শুরুতে হতাশ করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। আগের দিন পাকিস্তান অলআউট হয় মাত্র ১০৫ রানে। শনিবার তাদেরকেই যেন অনুসরণ করলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। কার্ডিফে তাদের উড়িয়ে ১০ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।
ইংল্যান্ড বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচে লক্ষ্য ছিল ১৩৭ রান। সেই মামুলি লক্ষ্য ২০৩ বল হাতে রেখেই করে ফেলেছে নিউজিল্যান্ড। কিউই বোলিং তোপে ১৩৬ রানে অলআউট শ্রীলঙ্কা। তারপর জবাবে নেমে বিনা উইকেটে ১৬.১ ওভার খরচ করেই জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।
ম্যাচে অধিনায়ক দিমুথ করুনারত্নের আদ্যন্ত ব্যাটিংয়ের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয় শ্রীলঙ্কা। কার্ডিফের সোফিয়া গার্ডেনে এই জয়ে কিউইরা বুঝিয়ে দিয়েছে শিরোপা জিততেই ইংল্যান্ডে পা রেখেছে তারা।
শনিবার এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে। সোফিয়া গার্ডেনের সবুজ উইকেটে অসহায় ছিল দলটি। ২৯.২ ওভারেই মাত্র ১৩৬ রানে অলআউট। দলটির হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন দিমুথ করুণারত্নে।
শ্রীলঙ্কা যে পিচে একের পর এক উইকেট হারিয়েছে সেখানেই অনায়াসে ব্যাট করে কিউইরা। দুই ওপেনার মার্টিল গাপটিল ও কলিন মানরো দুর্দান্ত খেলেছেন। দলীয় অর্ধশতক পেরিয়ে যায় ৪২ বলে। ২৬ বলে ২৯ ছিল মানরোর। ১৬ বলে ১৯ রান ছিল গাপটিলের। এই দুজন ১৩ ওভারে দলের রান নিয়ে যান একশতো। গাপটিল (৫১ বলে ৭৩) ওমানরোর (৪৭ বলে ৫৮) ব্যাটে ভর করে ১৬.১ ওভার খেলেই উইকেট না হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
এর আগে ব্যাট হাতে হতাশ করেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ওপেনার লাহিরু থিরিমানে ফিরতেই শুরু। তারপর কুশল পেরেরা ২৪ বলে ২৯ রান করে ফেরেন। কুশল মেন্ডিসকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন হেনরি। হ্যাটট্রিক না হলেও এরপর ফেরেন ধনাঞ্জয় ডি সিলভা (৪), অ্যাঞ্জেলো ম্যাথুজ (০) ও জীবন মেন্ডিস (১)!
২৩ বলে ২৭ রান করেন থিসারা পেরেরা। তবে লড়েছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। শেষ অব্দি ৮৪ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন তিনি। ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত করুনারত্নে। এই ইনিংসেই রেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপে এই প্রথম কোনো অধিনায়ক ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু এ ইনিংস’ গড়লেন।
তবে ম্যাট হেনরি জেতেন ম্যাচসেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২৯.২ ওভারে ১৩৬/১০ (থিরিমান্নে ৪, করুনারত্নে ৫২*, কুসল পেরেরা ২৯, কুসল মেন্ডিস ০, ধনাঞ্জয়া ৪, ম্যাথিউস ০, জিবন মেন্ডিস ১, থিসারা ২৭, উদানা ০, লাকমল ৭, মালিঙ্গা ১; হেনরি ৩/২৯, বোল্ট ১/৪৪, ফার্গুসন ৩/২২, ডি গ্র্যান্ডহোম ১/১৪, নিশাম ১/২১, স্যান্টনার ১/৫)
নিউজিল্যান্ড: ১৬.১ ওভারে ১৩৭/০ (গাপটিল ৭৩*, কলিন মানরো ৫৮*)
ফল: ১০ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
ম্যাচসেরা: ম্যাট হেনরি
Discussion about this post