ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফুটবলে হারানো দিন ফিরিয়ে আনতে লড়ছে বাংলাদেশ দল। সেই লড়াইয়ে আরেকটু এগিয়ে গেলেন লাল-সবুজের প্রতিনিধিরা। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ। বৃহস্পতিবার তপু বর্মনের শেষ মুহুর্তের গোল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি মনে হচ্ছিল বুঝি ড্র-ই হতে যাচ্ছে। কিন্তু সব চমক যেন জমানো ছিল শেষ মূহুর্তের জন্য। তপু বর্মন ম্যাজিক দেখালেন। ৮৫ মিনিটে তার অসাধারন এক গোল।
এই গোলেই জয় নিয়ে মাঠে ছাড়ে সস্বাগতিকরা। এরই পথ ধরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত করল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দিনের আরেক ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে নেপালও টিকে আছে সেমির লড়াইয়ে।
এর আগে সাফ সুজুকি কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারায় ভুটানকে। আর পাকিস্তান ২-১ গোলে হারিয়েছিল নেপালকে। টানা দুই জয় নিয়ে ৬ পয়েন্ট পেয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। তারপরই এক জয় নেপাল ও পাকিস্তানের। অবশ্য গোল পার্থক্যে পাকিস্তান তৃতীয় স্থানে।
পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার যোগ্যতর দল হিসেবেই জিতেছে বাংলাদেশ। কারণ বল দখলের লড়াইয়ে পাকিস্তানের চেয়ে তারা বেশ এগিয়ে ছিল। তবে গোল পেতে ৮৫তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বিশ্বনাথ ঘোষের থ্রো থেকে ভেসে আসা বলে এক হেড করেন তপু বর্মন।
নেপাল ৪ : ভুটান ০
সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবারের দিনের প্রথম ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল নেপাল। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে জিতেছে তারা। এই জয়ে টিকে থাকল তাদের সেমির আশা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় নেপাল। সুনিলের কর্নারে অনন্ত তামাংয়ের হেডে গোল। ৬৯তম মিনিটে নিরঞ্জন খাদকাকে ডি-বক্সে তিসেন্দা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিমল ঘারতি মাগারের স্পট কিক ফেরালেও দৌড়ে গিয়ে সুনিলের শটে গোল।
শনিবার ভুটান-পাকিস্তান ও বাংলাদেশ-নেপাল মুখোমুখি হবে।
Discussion about this post