একটা জয়ের প্রতীক্ষাতে ছিল পাকিস্তান। কিন্তু তাদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না। তাতে অবশ্য লাভই হয়েছে বাংলাদেশের। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের সাতে রেখেছে অস্ট্রেলিয়া। চতুর্থ ওয়ানডেতে স্টিভেন স্মিথের দল জিতল ৮৬ রানে। এ জয়ে ৫ ম্যাচের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে গেল ৩-১ ব্যবধানে। বৃহস্পতিবার অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ৩৫৩ রানের বড় সংগ্রহ গড়ে তারা। ডেভিড ওয়ার্নারের ব্যাটে ১৩০। ১১৯ বলের ইনিংসটি গড়া ১১টি চার ও দুটি ছক্কায় এই রান করেন তিনি। তার ব্যাটেই উড়ে যায় প্রতিপক্ষ। গ্লেন ম্যাক্সওয়েল ৭৮ রান।
ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি।কিন্তু তার দল ফ্লপ। ৪৩.৫ ওভারে ২৬৭ রানে অলআউট। ৪৭ বলে ১০টি চার আর ৩টি ছক্কায় ৭৪ রান করেন শারজিল খান।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৫৩/৬ (খাওয়াজা ৩০, ওয়ার্নার ১৩০, স্মিথ ৪৯, হেড ৫১, ম্যাক্সওয়েল ৭৮, ওয়েড ৫, স্টার্ক ০*; হাফিজ ০/৫৪, আমির ১/৭৫, জুনায়েদ ০/৮২, হাসান ৫/৫২, ওয়াসিম ০/৬৯, মালিক ০/১৩)
পাকিস্তান: ৪৩.৫ ওভারে ২৬৭ (আজহার ৭, শারজিল ৭৪, বাবর ৩১, হাফিজ ৪০, মালিক ৪৭, আকমল ১১, রিজওয়ান ১০, ওয়াসিম ২৫, আমির ৫, হাসান ৮*, জুনায়েদ ০; স্টার্ক ১/৪২, হেইজেলউড ৩/৫৪, কামিন্স ১/৪৫, হেড ২/৬৬, জ্যাম্পা ৩/৫৫)
ফল: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার।
Discussion about this post