সাকিব আল হাসান ও তামিম ইকবাল যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারো খেলছেন, সেটা পুরনো খবর। দুদিন আগে দল পেয়েছেন তারা। আসছে আসরেও পেশোয়ার জালমির হয়ে খেলবেন বাংলাদেশের এই দুই সেরা তারকা। জানা গেছে আগামী বছর শুরুর দিকে মাঠে গড়াতে পারে পিএসএল। তার আগেই প্রচারণার অংশ হিসেবে পশতু ভাষায় টুইট করেছেন সাকিব-তামিম।
দলের ফ্রাঞ্চাইজি জাভেদ আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন দুজন। সাকিব তার টুইটে লিখেছেন, ‘নতুন দল নিয়ে দারুণ উত্তেজনা বোধ করছি আমি। ইনশাআল্লাহ আমরা আবারও জিতব। মাঠেই দেখা হবে।’
আর তামিম ইকবাল লিখলেন, ‘দলে জায়গা করে দেয়ার জন্য জাভেদ আফ্রিদিকে ধন্যবাদ। আশা করছি- সমর্থকদের ভালো কিছু উপহার দিতে পারব। ইনশাআল্লাহ আমরাই জয়ী হব।’
টুইটারে পশতু ভাষায় টুইট করে জালমি ভক্তদের মন জয় করে নিয়েছেন দু’জন। যদিও ফেসবুকে কিছু বাংলাদেশি সমর্থক বাংলা ভাষা ব্যবহার না করে পশতু ব্যবহার করায় অসন্তুষ্ঠ হয়েছেন। এনিয়ে দু’জনের সমালোচনাও করছেন অনেকে। এনিয়ে তামিম সোমবার জানালেন, ‘যে টুইটটা নিয়ে কথা হচ্ছে,সেটি পেশোয়ার জালমি দল থেকেই পাঠানো হয়েছে। দলের সবাইকে ম্যাসেজে এরকম পাঠিয়ে অনুরোধ করা হয়েছে টুইট করতে, যেন দলের ফ্যানদের একাত্ম করা যায়। এই লেখার মানে কি, এই ভাষা কেমন, কিছুই জানি না, বুঝি না!’
Discussion about this post