বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য অবশেষে এলো একটি সুসংবাদ-সাকিব আল হাসানকে আর বোলিংয়ে কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্টে তাঁর বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে, ফলে যেকোনো পর্যায়ের ক্রিকেটে তিনি আবার বল হাতে নামতে পারবেন।
গত বছর কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁর ওপর সবধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা দেয়। প্রথমে লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। পরে চেন্নাইতে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও কাঙ্ক্ষিত ফল পাননি।
তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তৃতীয়বার পরীক্ষায় পাশ করেছেন সাকিব। পরীক্ষায় ২২টি ডেলিভারির মধ্যে প্রায় সবই ছিল বৈধ। কিছু সামান্য ত্রুটি থাকলেও সেটিকে গুরুত্ব দেয়নি বিশেষজ্ঞ প্যানেল।
সাকিব গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান এবং লন্ডনের কেনিংটন ওভালের কাছে এক হোটেলে অবস্থান করেন। সারের সহযোগিতায় তিনি নিয়মিত বোলিং ও ব্যাটিং অনুশীলন চালিয়ে যান। রোজা রেখেই প্রতিদিন চার ঘণ্টা অনুশীলন করেছেন। সব ধরনের লজিস্টিক সুবিধা নিয়ে তিনি প্রস্তুতি নিয়েছেন বোলিং অ্যাকশন শোধরানোর জন্য।
সারেরও এতে স্বার্থ ছিল-আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকায় তাঁরা সাকিবকে দলে পেতে আগ্রহী। ফলে তারা অনুশীলনে সব ধরনের সহায়তা দিয়েছে।
বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও সাকিব কবে আবার দেশের হয়ে খেলতে পারবেন, তা অনিশ্চিত। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি সংবাদমাধ্যমের সামনেও আসেননি। এমনকি বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন বলে জানা গেছে।
Discussion about this post