সেই ১৯৫২ সালে যাত্রা হয়েছে নেপিয়ারের ক্রিকেট ভেন্যু ম্যাকলিন পার্কের। পরিসংখ্যান জানাচ্ছে এই মাঠে টেস্ট ম্যাচ হয়েছে ১০টি। ওয়ানডে খেলা হয়েছে ৪২টি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মাঠে আন্তর্জাতিক টি-টুয়েন্টি পথচলা হচ্ছে মঙ্গলবার। যেখানে দুপুর ১২টায় স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ।
টাইগাররা টি-টুয়েন্টির এই ভেন্যুতে সোমবারই প্রথম নামল। যদিও বৃষ্টির জন্য সেভাবে অনুশীলন করা যায়নি। নেপিয়ারের আকাশ মুখ ঘোমড়া করেছিল সকাল থেকে। তারপর অবিরাম কান্না। সবশেষে হালকা অনুশীলন অবশ্য করেছেন মাশরাফি-তামিম ইকবালরা।
সাকিব আল হাসান জানিয়ে দিলেন, ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের ধাক্কা এখানে সামলে উঠতে চান তারা। বলছিলেন, ‘আগের ভুলগুলো এবার সামলে উঠতে চাই আমরা। ঘুরে দাড়ানোর এটাই সময়।’ দলের সহ-অধিনায়ক মনে করেন ‘মুস্তাফিজুর রহমান একাই দলকে জেতানোর সামর্থ্য রাখে।’
নেপিয়ারে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি খেলে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সেখানেই হবে সিরিজের শেষ দুটি টি-টুয়েন্টি ম্যাচ। ম্যাচ দুটো ৬ ও ৮ জানুয়ারি। দুটো ম্যাচই বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে।
সফরে ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হয়ে চাপে আছে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে ভাল খেলে সেই দুঃখ ভুলতে চায় টাইগাররা। এ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এখনো একটি ম্যাচেও জয় আসেনি। এবার সেই সোনার হরিন পেতে চায় টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তাজা, রুবেল হোসেন/তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- কেন উইলিয়ামসন, নেইল ব্রুম, কোরি অ্যান্ডারসন, কলিন মুনরো, টম ব্রুস, লুক রঞ্চি, জিমি নিশাম, মিশেল স্যান্টনার, ইশ সোধি, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।
Discussion about this post