প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়ে গেল প্রথম ম্যাচেই। গ্রুপে যারা বড় চ্যালেঞ্জ জানিয়েছিল সেই আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ নেপাল। মঙ্গলবার চট্রগ্রামে তাদের হারাতে পারলেই টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘সুপার টেন’-এর টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে মুশফিকুর রহীমদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
নেপালও অবশ্য একটি জয় নিয়ে বাংলাদেশের সমান পয়েন্ট অর্জন করেছে। হংকংকে ৮০ রানে হারিয়েছে তারা।
তাইতো নেপালকে সমীহ করেই কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিক। বলছিলেন, ‘ওরা এগিয়ে যাচ্ছে। আমরা ম্যাচটি গুরুত্বের সঙ্গে নিচ্ছি। নেপাল প্রস্তুতি ম্যাচে বেশ খেলেছে। তিন ঘন্টার এই লড়াই নিয়ে আগাম কিছু বলার সুযোগ নেই।’ আফগানদের মতো এই ম্যাচটাও দাপটে জিততে চায় টাইগাররা।
উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
এদিকে বাংলাদেশের সঙ্গে লড়াইয়ের কথা শোনালেন নেপালের অধিনায়ক পরশ খড়কা। বললেন ‘দেখুন প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভাবছি না। আমরা শুধু আমাদের সেরাটা দিয়ে লড়বে যাবো। ম্যাচটা জমিয়ে তুলতে চাই।’
Discussion about this post