রীতিমতো গডফাদার হয়ে উঠেছিলেন দু’জন। একজন ইউরোপের রাজা। অন্যজন গোটা বিশ্বের। নিয়ম নীতির পরোয়াও মাঝে মধ্যে করেন নি দু’জন। কিন্তু এমন রাজত্ব আর করা হচ্ছে না সেপ ব্লাটার এবং মিশেল প্লাতিনির। আইনের জালে আটকে পড়েছেন দুই মহা ক্ষমতাধর। ফিফা সভাপতি ব্লাটার ও উয়েফা বস প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে সোমবার।
তদন্ত শেষে ফিফার নৈতিক কমিটি এই নিষেধাজ্ঞার কথা জানাল।
তাদের মহা দুর্নীতির কথা প্রথমে আলোচনায় আসে ২০১১ সালে। জানা যায় প্লাতিনিকে অবৈধ ভাবে ২০ লাখ ইউরো দিয়েছেন ব্লাটার। তাতেই এই শাস্তি। নিষেধাজ্ঞার পাশাপাশি ব্লাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে নৈতিকতা কমিটি।।
সব মিলিয়ে দু’জনেরই সাংগঠনিক ক্যারিয়ার শেষ হয়ে গেল। সুইস নাগরিক ব্লাটারের বয়স এখন ৭৯। ৬০ বছর বয়সী ফরাসি মিশেল প্লাতিনিরও ফেরাটা প্রায় অসম্ভব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দু’জনই।
Discussion about this post