ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলে ফেরার সম্ভাবনাটা শেষ হয়ে গিয়েছিল আগেই। তারপরও খেলা ছাড়েন নি আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যস্ত রেখেছিলেন নিজেকে। খেলা ছাড়ার আগেই ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার পেলেন নতুন দ্বায়িত্ব। রাজ্জাকের নতুন দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।
জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন রাজ্জাক। বুধবার বিসিবির নবম বোর্ড সভায় জাতীয় দলের এই সাবেক তারকাকে সুখবর শোনানো হল। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গী হচ্ছেন রাজ্জাক।
রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড ৬৩৪ উইকেট শিকার করেছেন তিনি । অর্জন আর অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। এবার পেলেন আরেক দ্বায়িত্ব। গণমাধ্যমে রাজ্জাক বলেন, ‘দেখুন সন্ধ্যায় খবরটি পেয়েছি। বছরখানেক আগে আগে মৌখিক প্রস্তাব পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন কাজ করার সুযোগ এসেছে। সততার সঙ্গে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবো আমি।’
২০১৭ সালের আগস্ট থেকে নান্নু ও হাবিবুল বাশার কাজ করে যাচ্ছেন। তৃতীয় নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। এবার দেখা যাবে রাজ্জাককে।
জাতীয় দল, ‘এ’ দল, এইচপি টিমসহ জাতীয় লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএলের দল নির্বাচনে ভূমিকা থাকে নির্বাচকদের।
রাজ্জাক তার ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে খেলেছেন ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টুয়েন্টি। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ খেলেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে। টেস্টে নিয়েছেন ২৮ উইকেট। ওয়ানেডেতে ২০৭ ও আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শিকার করেছেন ৪৪টি উইকেট।
এবার সেই অভিজ্ঞতা সঙ্গী করে খোঁজ রাখবেন দেশের ক্রিকেটের। গড়বেন জাতীয় দল।
Discussion about this post