২০২৬ আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি বাংলাদেশের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বিসিবির বিবৃতিতে আইসিসির অবস্থান তুলে ধরে বলা হয়, ‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’ বোর্ডের দাবি অনুযায়ী, এই বার্তায় বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধের বিষয়টিও আলোচনার অংশ হিসেবে এসেছে।
সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে অবশ্যই ভারতেই খেলতে হবে এবং এতে কোনো ব্যত্যয় ঘটলে পয়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে। এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে বিসিবি। বোর্ড বলছে, আইসিসির পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা কড়া বার্তা দেওয়া হয়নি। এ প্রসঙ্গে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সাথে এ ধরনের খবরের কোনো মিল নেই।’
ভারতের মাটিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এর আগে বিসিবি আইসিসিকে চিঠি দিয়েছিল। সেই চিঠিতে খেলোয়াড়, টিম কর্মকর্তা, বোর্ড সদস্য এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টি সামনে এনে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ জানানো হয়। এর পরই আইসিসি ও বিসিবির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আইসিসির বর্তমান নিরাপত্তা মূল্যায়নে নির্দিষ্ট কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়।
তবে বিসিবি বলছে, নিরাপত্তা প্রশ্নে তারা কোনো ঝুঁকি নিতে রাজি নয়। বোর্ডের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে।’ একই সঙ্গে সমাধানের পথ হিসেবে আলোচনার ওপরই জোর দিচ্ছে বিসিবি। বোর্ডের ভাষায়, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’
সব মিলিয়ে বিসিবির সর্বশেষ বিবৃতি থেকে স্পষ্ট, তারা একদিকে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অন্যদিকে আইসিসির আশ্বাসকে সামনে রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে চায়।










Discussion about this post