স্বপ্নের মতো একটা বছর কেটেছে তামিম ইকবালের। ব্যাট হাতে দারুণ সাফল্য পেয়েছেন এই ব্যাটসম্যান। দীর্ঘ ক্রিকেট মৌসুমে গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ব্যস্ততার পথচলা শুরু। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলে যার ইতি হল। এখান ছুটির আমেজে গোটা দল। এখন চলছে সাফল্য ব্যর্থতার হিসেব-নিকাশ। এখানে এগিয়ে আছেন তামিম ইকবাল। ব্যাট হাতে তার বাজিমাত।
গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।সবগুলো ম্যাচই খেলেছেন সাকিব আল হাসান। এর মধ্যে নিয়েছেন ৪৯ উইকেট। আর ৩ উইকেট পেলেই এক মৌসুমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিজের রেকর্ড স্পর্শ করতে পারতেন সাকিব।
তবে ব্যাটিংয়ে তামিম ভাঙ্গলেন রেকর্ড। ২৩ ম্যাচ খেলে তিনি করলেন ১১৪৫ রান। এর আগে ২০০৯-১০ মৌসুমে ১০৮২ রান করেন এ বাঁহাতি ব্যাটসম্যান। মানে নিজের রেকর্ড ভাঙ্গলেন তিনি। নিজেকে নিলেন আরো উচ্চতায়!
আন্তর্জাতিক ক্রিকেটে এক মৌসুমে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি রান
ক্রিকেটার ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০ মৌসুম
তামিম ইকবাল ২৩ ২৯ ১১৪৫ ১২৭ ৩৯.৪৮ ৩/৬ ২০১৬-১৭
সাকিব আল হাসান ২৪ ৩০ ১১৩৯ ২১৭ ৩৭.৯৬ ২/৬ ২০১৬-১৭
তামিম ইকবাল ২১ ২৬ ১০৮২ ১৫১ ৪১.৬১ ২/৮ ২০০৯-১০
হাবিবুল বাশার ১৮ ২৫ ৮৯৯ ১০৮ ৩৫.৯৬ ১/৭ ২০০৩
মুমিনুল হক ১৭ ২০ ৮৭৯ ১৮১ ৫১.৭০ ৩/৪ ২০১৩-১৪
Discussion about this post