একটা সময় ছিল তিনি ব্যাট হাতে মাঠে নামা মানেই রান ফোয়ারা। জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছিলেন সাব্বির রহমান। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন নি। হারিয়েছিলেন পথ। তবে হাল ছাড়েন নি এই তারকা ক্রিকেটার। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লড়ে যাচ্ছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আর সোমবার পেয়ে গেলেন অনন্য এক শতরান।
সুপার লিগ পর্বে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে শতরান হাঁকালেন সাব্বির। ৬ বছরের বিরতি শেষে তার ব্যাটে শতক। সাব্বিরের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি চতুর্থ শতক। এর আগে ২০১৬ সালে প্রাইম ব্যাংকের হয়ে শেখ জামালের বিপক্ষে ১০০ রান করেন তিনি। তিন বছর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে শেষ সেঞ্চুরি করেন সাব্বির। পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি ২০১০ সালে। রাজশাহীর হয়ে খুলনার বিপক্ষে করেন ১১২ রান।
এবারের লিগে এর আগে ১০ ম্যাচে ৯ ইনিংসে ছিল না একটি ফিফটিও। মোট ২০০। সেই হতাশা পেছনে ফেলে সাব্বির তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সুপার লিগের প্রথম দিনে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮টি করে চার ও ছক্কায় খেললেন ১১১ বলে ১২৫ রানের মহাকাব্যিক এক ইনিংস।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৯ ম্যাচে এটি সাব্বিরের মাত্র চতুর্থ সেঞ্চুরি। এদিন ফিফটি করেন ৫৪ বলে। ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে লাগে মাত্র ৩৪ বল। বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করেন ৮৮ বলে। আর বুঝিয়ে দেন, জাতীয় দলে ফেরার ক্ষুধাটা এখনো মিটেনি। প্রায় আড়াই বছর জাতীয় দলের বাইরে। রূপগঞ্জের হয়ে ঝড় তুলে ফেরার পরিকল্পনা নিশ্চয়ই করেছেন সাব্বির।
Discussion about this post