বিশ্বকাপ শুরুর আগে ব্যস্ততার কমতি নেই বাংলাদেশ ক্রিকেট দলের। একটানা ক্রিকেট খেলে যেতে হবে। এশিয়া কাপ শেষেই টাইগাররা খেলবে তিনজাতি ক্রিকেট সিরিজে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন, অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও সেই সিরিজে বাংলাদেশ অংশ নেবে-এমনটাই ইঙ্গিত আছে।
অস্ট্রেলিয়ান কন্ডিশনে টি-টুয়েন্টি ম্যাচ খেলার ওপর গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। কারণ অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে। তার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এখান থেকেই নিজেদের ভুল-ভ্রুটি সামলে নেওয়ার চেষ্টা করবে টাইগাররা।
রমিজ রাজা বলেন, ‘দেখুন, বিশ্বকাপের আগে আমরা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়রা সেই কন্ডিশনে আরও বেশি খেলার সুযোগ পাবে, নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার সুযোগ পাবে।’
ত্রিদেশীয় সিরিজের সূচি অবশ্য ঠিক হয়নি। কিন্তু ৪ অক্টোবর নিউজিল্যান্ডের পথে পাকিস্তানের ক্রিকেটাররা উড়বে। ডাবল লিগ পদ্ধতিতে হবে ম্যাচগুলো। প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
এদিকে বিশ্বকাপের আগে পাকিস্তান দলের কোচিং প্যানেলে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেন যোগ দেবেন। ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে কাজ করবেন তিনি। মূল কোচ হিসেবে আগের মতোই থাকবেন সাকলায়েন মুশতাক। এক বছরের মেয়াদে দলের সঙ্গে আছেন তিনি।
Discussion about this post