নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ সফরে। সামনে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচের চ্যালেঞ্জ। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে স্কোয়াড, এবার জানা গেল বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের নাম-নুরুল হাসান সোহান।
সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান দলের কোচ মিজানুর রহমান বাবুল, ‘অধিনায়ক হিসেবে সোহানকে চূড়ান্ত করা হয়েছে। আমরা আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলতে চাই এবং দেশের প্রতিনিধিত্বে কোনো ছাড় দেওয়া যাবে না।’
এই সিরিজ শুধু অনূর্ধ্ব বা অনভিজ্ঞ ক্রিকেটারদের প্ল্যাটফর্ম নয়, বরং জাতীয় দলের সাবেক ও সম্ভাব্যদের পারফরম্যান্স ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ। স্কোয়াডে রয়েছেন ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেনের মতো অভিজ্ঞরা। অন্যদিকে ওপেনিংয়ে নজর থাকবে নাঈম শেখ ও ইমনের ওপর।
বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
সিরিজ সূচি-
১ম ওয়ানডে: ৫ মে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২য় ওয়ানডে: ৭ মে, একই মাঠে
৩য় ওয়ানডে: ১০ মে, সিলেট আউটার স্টেডিয়াম
১ম চারদিনের ম্যাচ: ১৪ মে, সিলেট
২য় চারদিনের ম্যাচ: ২১ মে, মিরপুর
Discussion about this post