বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি চারদিনের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ মে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। তার আগে শনিবার প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর নির্ধারিত থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে চলতি সপ্তাহে সেই বহুল প্রতীক্ষিত সিরিজ মাঠে গড়াচ্ছে।
ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি সৌম্য সরকার। তবে আছেন অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, ওপেনার নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন। স্কোয়াডে আরও রয়েছে শক্তিশালী পেস আক্রমণ, যেখানে রয়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের মতো অভিজ্ঞ বোলাররা।
সিরিজ সূচি-
ওয়ানডে সিরিজ
৫ মে: প্রথম ওয়ানডে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৭ মে: দ্বিতীয় ওয়ানডে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১০ মে: তৃতীয় ওয়ানডে, সিলেট আউটার স্টেডিয়াম
চারদিনের ম্যাচ
১৪ মে: প্রথম চারদিনের ম্যাচ, সিলেট
২১ মে: দ্বিতীয় চারদিনের ম্যাচ, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
বাংলাদেশ ‘এ’ দল
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।
Discussion about this post