ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে চারটি দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপসহ মোট ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু একবারও হাসি মুখে মাঠ ছাড়তে পারেনি টিম টাইগার্স। তবে এবার সে ইতিহাস বদলে দিতে চাই সফরকারীরা। অন্তত একটা জয় নিয়ে হলেও দেশে ফিরতে চান হেড কোচ রাসেল ডমিঙ্গো।
আগের চার সফরে আসা দলগুলো যা পারেনি, এবার সেটিই করার সুযোগ দেখছেন ডমিঙ্গো। এ ব্যাপারে বৃহস্পতিবার দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। বাংলাদেশের অন্যান্য দল আগে যা করতে পারেনি, এবার তা করে দেখানোর। আমরা সবাই মুখিয়ে আছি।’
টাইগারদের এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে গেছেন ডমিঙ্গো। তবে দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসেবে দুইবার নিউজিল্যান্ডে গিয়ে সাফল্য পেয়েছেন তিনি। ডে কারণে সেখানে ভালো করার মন্ত্রটা জানেন তিনি। বৃহস্পতিবার এ ব্যাপারটি নিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক এ কোচ বলেন, ‘নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগেও এসেছি আমি। বাংলাদেশের হয়ে এবারই প্রথম। আমি জানি, নিউজিল্যান্ড সফর খুব কঠিন। তবে এটি আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য বড় সুযোগও বটে। তিন বছর পর বিশ্বকাপ এবং নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ভারতের মাটিতে বিশ্বকাপের দৌড়ে থাকতে চাইলে এসব সিরিজে বড় পারফরম্যান্স দেয়া জরুরি।’
টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতে তুলনামূলক শক্তিশালী দল বাংলাদেশ। তাই এবারের নিউজিল্যান্ড সফরে এ ফরম্যাটে অনন্ত একটা জয় আশা করছেন ডমিঙ্গে, ‘আমি মনে করি, পঞ্চাশ ওভারের ক্রিকেট আমাদের শক্তির জায়গা। আপনি বিশ্বকাপের পারফরম্যান্স বা খেলোয়াড়দের গড় দেখেন। ওয়ানডে ক্রিকেটে আমাদের ভালো পরিসংখ্যান রয়েছে।’
এরআগে কোচের সুরেই কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনরা। এখন দেখার বিষয় আদৌও কিউই সফরে অতীত ইতিহাস বদলাতে পারে কি টিম বাংলাদেশ।
Discussion about this post