কথা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আগস্টেই সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন, উইকেট নিয়ে ভাবছেন তারা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে অনুশীলনের ব্যবস্থা আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি। সেই কথার দেড় মাস যেতেই বাস্তাবায়নের পথে হাঁটছে বিসিবিভ
এবার বাংলাদেশে হতে যাচ্ছে নিউজিল্যান্ডের আদলের উইকেট। যেখানে সব মৌসুমে অনুশীলনের ব্যবস্থার জন্য সেই দেশ থেকেই টার্ফ বিশেষজ্ঞ আয়ান জোসেফ ম্যাকেঞ্জিকে আনছে বিসিবি। কিউই বোর্ডের হেড অব টার্ফ ম্যানেজম্যান্ট প্রধান ম্যাকেঞ্জি আসছেন ঢাকায।
বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন সোমবার জানান, মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডের মতো হচ্ছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা উদ্যোগ গ্রহণ করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে তাদের হেড অব টার্ফ ম্যানেজমেন্ট আয়ান জোসেফ ম্যাকেঞ্জিকে আনার ব্যবস্থা করেছে। সে খুব অভিজ্ঞ একজন, নিউ জিল্যান্ডের প্রতিটি মাঠ সে তদারকি করে। জ্ঞানের দিক থেকে সে খুবই ভালো।’
ম্যাকেঞ্জিকে নিয়ে আসা প্রসঙ্গে বাতেন আরও বলেন, ‘উনাকে এনেছি কারণ নিউজিল্যান্ড যে ধরণের উইকেট ও আউটফিল্ড তৈরি করে এ সমস্ত কিছুর সাথে আমরা যে পদ্ধতি অবলম্বন করি এটার সাথে আমরা তুলনা করবো। মাঠগুলো পরিদর্শনের মাধ্যমে উনার বাস্তবিক একটা অভিজ্ঞতা হবে। নিউ জিল্যান্ডে উইকেট কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো।’
ম্যাকেঞ্জি চট্টগ্রাম-কক্সবাজার-সিলেটের ভেন্যুগুলো পরিদর্শন করবেন। সব বিভাগের পিচ কিউরেটরদের নিয়ে একটি ওয়ার্কশপে প্রশিক্ষণ দেবেন। দুই দিনব্যাপি এই ওয়ার্কশপ হওয়ার কথা রয়েছে ২৩ ও ২৪ সেপ্টেম্বর।
বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন বলেন, ‘প্রথমে আমরা উনাদের ভেন্যুগুলো ঘুরিয়ে দেখাবো। কালকে আমরা যাব চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তারপর সেখান থেকে চলে যাব কক্সবাজার। ২১ তারিখ আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরব। ২২ তারিখ সিলেট পরিদর্শনে যাবে। আমাদের মূলত যে কোর্স, ওয়ার্কশপ সেটা ২৩ ও ২৪ সেপ্টেম্বর।’
Discussion about this post