সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দৃশ্যপট পুরোপুরি বদলে দিয়েছে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। গতকাল দুর্বল ব্যাটিংয়ে চাপে পড়ে থাকলেও আজ সকালের প্রথম ঘণ্টা থেকেই বাংলাদেশ ম্যাচে ফিরে এসেছে জিম্বাবুয়ের টপ অর্ডার ভেঙে দিয়ে।
জিম্বাবুয়ে আজ দিন শুরু করে বিনা উইকেটে ২৫ রান নিয়ে। কিন্তু খুব বেশি সময় যেতে দেয়নি স্বাগতিক বোলাররা। বিশেষ করে নাহিদ রানার গতি, বাউন্স আর আক্রমণাত্মক লাইন-লেন্থে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। আজ ৪ উইকেট হারিয়ে লাঞ্চে যায় তারা, তখন স্কোরবোর্ডে ১৩৩ রান।
সেশনের প্রথম উইকেট আসে নাহিদের হাত ধরেই, যিনি বেন কারানকে ফিরিয়ে ভেঙে দেন উদ্বোধনী জুটি। এরপর আগ্রাসী ব্রায়ান বেনেটকেও বিদায় করে দেন তিনি। অন্যপ্রান্তে হাসান মাহমুদ ফেরান তিনে নামা নিক ওয়েলচকে। প্রথম সেশনের একদম শেষ দিকে দলের মূল ভরসা ক্রেইগ আরভাইনকেও ফিরিয়ে দিয়ে সেশনটি বাংলাদেশকে এনে দেন নাহিদই।
এই মুহূর্তে উইকেটে রয়েছেন শন উইলিয়ামস, যিনি ৩৩ রানে অপরাজিত। তাকে সঙ্গ দিচ্ছেন মাত্র ৩ বলে ৪ রান করা ওয়েসলি মাধেভেরে, যার ইনিংসটি এক কথায় টালমাটাল। নাহিদের একটি বল ব্যাটের কানায় লেগে চার হয়ে গেলেও তা প্রায় ক্যাচে পরিণত হতে পারত-যা তার বিপর্যস্ত মানসিকতা স্পষ্ট করে দেয়।
অন্যদিকে সৈয়দ খালেদ আহমেদ তার সুনির্দিষ্ট লাইন-লেন্থে উইলিয়ামসকে বারবার পরাস্ত করেছেন। কয়েকটি বল ফিল্ডারের সামনেই গিয়ে পড়েছে, কিছু ছিল কানায় লাগার মতো। ১ম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ১৯১ রান। এই রান নিয়ে লড়াই করাটা সহজ নয়।
Discussion about this post