টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আবারো ২০ ওভারের ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশকে। ইডেন গার্ডেন্সের বিশ্বকাপের মঞ্চ থেকে নিউজিল্যান্ডের নেপিয়ার। মাঝে মাস সাতেক পেরিয়ে গেলেও সেই পুরনো প্রসঙ্গটাই ফিরে এসেছে। নাসির হোসেন কেন দলে নেই?
চন্দিকা হাথুরুসিংহের সামনে বারবারই এমন প্রশ্ন উঠেছে। সেই নিউজিল্যান্ড সফরে গিয়েও এমন কথা শুনতে হল। ২৩ সদস্যের বড় দল নিয়ে কিউইদের দেশে গেলেও সেখানে কেন জায়গা হল না নাসিরের? অথচ ঘরোয়া ক্রিকেটে তো মন্দ খেলছেন না তিনি।
এমন প্রশ্নের মুখে টাইগার কোন হাথুরুসিংহে বলছিলেন, ‘নাসিরকে অনেক রান করতে হবে। আবার বল হাতে উইকেট নিতে হবে। তাহলেই তো ও দলে আসবে। গত দুই বছরে ওর পারফরম্যান্সে চোখ রাখুন- সব পরিষ্কার হয়ে যাবে।’
অবশ্য নাসিরকে নিয়ে যারা এতোটা উচ্ছসিত পরিসংখ্যান তাদের হয়ে কথা বলছে না। ২০১৩ সালের মে মাসের পর ওয়ানডে ক্রিকেটে ২৬ ইনিংসে হাফসেঞ্চুরি হয়নি নাসিরের। টেস্টে নেই টানা ১০ ইনিংস অর্ধশত বিহীন। আবার টি-টুয়েন্টিতেও ব্যর্থ। টানা ১৬ ইনিংসে হাফসেঞ্চুরির দেখা নেই।
কোচ স্পষ্ট জানালেন, আবেগ দিয়ে নয়, পরিসংখ্যান দিয়েই নির্বাচন করা হয় দল। যেখানে নাসিরের চেয়ে এগিয়ে অনেকেই।
Discussion about this post