নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে বাংলাদেশ দল আজ বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী দল এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় লড়বে। তবে শুধু খেলোয়াড়রাই নন, এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে আরও দুইজন অংশ নিচ্ছেন আম্পায়ার হিসেবে।
বাংলাদেশি দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করবেন। তাদের মধ্যে মুকুল একজন অভিজ্ঞ পুরুষ আম্পায়ার, যিনি ইতিপূর্বে আইসিসির বিভিন্ন ইভেন্টে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, নারী আম্পায়ার জেসি এর আগে নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন।
আইসিসি বৃহস্পতিবার মোট ১০ জন আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের দুইজন আম্পায়ার অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া, তিনজন ম্যাচ রেফারির তালিকাও প্রকাশ করা হয়েছে।
আম্পায়ারদের তালিকা
১. মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ)
২. সাথিরা জাকির জেসি (বাংলাদেশ)
৩. বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা)
৪. ক্যান্ডেস লা বোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ)
৫. দেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা)
৬. ডনোভান কচ (অস্ট্রেলিয়া)
৭. ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান)
৮. সালিমা ইমতিয়াজ (পাকিস্তান)
৯. সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে)
১০. শন হেইগ (নিউজিল্যান্ড)
ম্যাচ রেফারিদের তালিকা
১. আলী নাকভি (পাকিস্তান)
২. শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা)
৩. ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)
এই বাছাই পর্বে মোট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যা আগামী ৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে। টুর্নামেন্টের সেরা দুটি দল ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য মূল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
Discussion about this post