বিশ্রামের সুযোগ নেই। আবারো শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন। এরইমধ্যে কন্ডিশনিং ক্যাম্পের জন্য ঘোষণা করা হয়েছে ৪২ সদস্যের দল। ২০ জুলাই বৃহস্পতিবার থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
আটদিনের এই ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের মিরপুরের ক্রীড়া পল্লীতে রিপোর্টিং করতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্প চলাকালে তিনটি পৃথক দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি টুর্নামেন্ট খেলবেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা। তিন দলের নাম দেওয়া হয়েছে- পদ্মা, মেঘনা ও যমুনা।
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার প্রস্তুতির পর শনিবার থেকে শুরু হবে এ টুর্নামেন্ট।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা-
রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, সালমা খাতুন, ফারজানা হক, রিতু মণি, নিগার সুলতানা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, আয়েশা রহমান, খাদিজা-তুল কোবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, মোর্শেদা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নুজহাত তাসনিয়া, লতা মণ্ডল, তৃপ্তি মণ্ডল, শামিমা সুলতানা, সানজিদা জান্নাত, লিলি রানি, সুবহানা মোস্তারি, তাজ নাহার, ইশমা তানজিম, পব্রিতা রায়, লাবণি আক্তার, সানদিহা ইসলাম আশা, ইসমাত জাহান ইমু, বৈশাখী সুলতানা ইয়াসমিন, বৃষ্টি রায়, ইসমত আরা, সামিয়া আকতার সালমা, জান্নাতুল ফেরদৌস তিথি, পূজা চক্রবর্তী, আয়েশা আক্তার, নিপা আক্তার, তানিয়া সরকার ইলা, হ্যাপি আলম ও সোহেলি আক্তার।
Discussion about this post