আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া হাসান নাওয়াজ এবার যেন ব্যাট হাতে ঝড় তুললেন। মাত্র ৪৫ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে রেকর্ড গড়া জয় এনে দিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। তার বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে পাকিস্তান ২০৪ রানের বিশাল লক্ষ্য মাত্র ১৬ ওভারে তাড়া করে জয় ছিনিয়ে নেয়।
অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে ফিরে এসেছে।
এই ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে হাসান নাওয়াজের কোনো রান ছিল না। আগের দুটি ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে যেন নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিলেন তিনি। ৪৪ বলে সেঞ্চুরি করে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নাওয়াজ।
এর আগে এই রেকর্ড ছিল বাবর আজমের। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে শতক করেছিলেন বাবর। কিন্তু নাওয়াজ মাত্র ৪৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে এই রেকর্ড নিজের করে নেন। তার ৪৫ বলে ১০৫ রানের ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ১০টি চার। পুরো ইনিংসেই ছিলেন আগ্রাসী মেজাজে। বিশেষ করে কাইল জেমিসনের এক ওভারে চার-ছক্কার ঝড় তোলার পর থেকেই তিনি ভয়ঙ্কর রূপ নেন।
পাকিস্তানের জন্য এটি ছিল জেতার ম্যাচ। প্রথম দুই ম্যাচ হেরে পিছিয়ে থাকায় ব্যাকফুটে ছিল তারা। কিন্তু দুই শতাধিক রান তাড়া করে মাত্র ১৬ ওভারে জয় তুলে নেওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি রান তাড়া করে দ্রুততম জয় এসেছিল ২০০৭ সালে, যখন দক্ষিণ আফ্রিকা ১৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ২০৬ রান তাড়া করেছিল। এবার সেই রেকর্ড ভেঙে ১৬ ওভারে ২০৭ রান তুলে নেয় পাকিস্তান।
পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজ মাত্র ৫ ওভারে ৬৭ রান যোগ করেন। হারিস ২০ বলে ৪১ রান করে আউট হলেও নাওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। দ্বিতীয় উইকেটে সালমান আগারের সঙ্গে ১৩৩ রানের অপরাজিত জুটি গড়েন নাওয়াজ। ২৬ বলে ফিফটি ছোঁয়ার পর ৪৪ বলে সেঞ্চুরি করেন নাওয়াজ। ১৬তম ওভারের পঞ্চম বলে চার মেরে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙেন এবং পরের বলে জয় নিশ্চিত করেন।
টস জিতে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। শাহিন আফ্রিদির প্রথম ওভারেই ফিন অ্যালেন ফিরে যান। তবে মার্ক চ্যাপম্যান একাই লড়াই চালিয়ে যান এবং ৪৪ বলে ৯৪ রান করেন। নিউজিল্যান্ড শেষ দিকে কিছুটা চাপে পড়ে এবং শেষ ৬ ওভারে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। যার ফলে তাদের সংগ্রহ ২০৪ রানেই সীমাবদ্ধ থাকে।
প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর পাকিস্তান এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তিন ম্যাচ শেষে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০৪/৯ (চ্যাপম্যান ৯৪, ব্রেসওয়েল ৩১; রউফ ৩/২৯, শাহিন ২/৩৬)
পাকিস্তান: ২০৭/১ (নাওয়াজ ১০৫*, সালমান ৫১*, হারিস ৪১; ডাফি ১/৩৭)
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: হাসান নাওয়াজ
Discussion about this post