ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়েছে সেই ২০০০ সালে। এরপর ১৯ বছর কেটে গেলেও ভারত সফরে গিয়ে তাদের সঙ্গে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে পারেনি বাংলাদেশ। দুই বছর আগে শুধু একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিল ঠাইগাররা। অবশেষে অবশেষে ভারতের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে যাবে টাইগাররা।
এ বছরের নভেম্বরে শুরু হবে কাংখিত এই সিরিজ। সোমবার সিরিজের সূচি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দুই দল তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ।যদিও ওয়ানডে সিরিজ নেই। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নতুন প্রকাশিত এফটিপি কারণেই বাদ রাখা হয়েছে ওয়ানডে। একসঙ্গে তিন ফরম্যাট সফরসূচিতে রাখা হচ্ছে না। ওয়ানডের সঙ্গে টেস্ট আর টেস্টের সঙ্গে টি-টুয়েন্টি কিংবা টি-টুয়েন্টির সঙ্গে দেখা যাবে ওয়ানডে সিরিজ।
সফরে শুরুতে টি-টুয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটি হবে ৩, ৭ ও ১০ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটি হবে ইন্দোর। পরেরটি কলকাতায়।
বাংলাদেশে দলের ভারত সফরের সূচি
টি-টুয়েন্টি সিরিজ-
৩ নভেম্বর- প্রথম টি-টুয়েন্টি- দিল্লী
৭ নভেম্বর- দ্বিতীয় টি-টুয়েন্টি- রাজকোট
১০ নভেম্বর- তৃতীয় টি-টুয়েন্টি- নাগপুর
টেস্ট সিরিজ-
১৪-১৮ নভেম্বর- প্রথম টেস্ট- ইন্দোর
২২-২৬ নভেম্বর- দ্বিতীয় টেস্ট- কলকাতা
Discussion about this post