ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্যারিবীয়দের আতিথিয়েতা দিতে প্রস্তুতি নিচ্ছে। আসছে নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে দলটি। ৬ বছর পর পুর্ণাঙ্গ সিরিজ খেলতে মাশরাফি-সাকিবদের দেশে আসছে তারা।
বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে বিসিবি।
দীর্ঘ এই সফরে টাইগারদের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং সমানসংখ্যক টি-টুয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। চট্টগ্রামে ১৮ নভেম্বর বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচে শুরু করবে তারা। এরপরই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট, শুরু ২২ নভেম্বর থেকে।
এরপর ক্যারিবীয়দের ঢাকা মিশন। ৩০ নভেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়ানডে সিরিজের আগে ৬ ডিসেম্বর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে প্রথম ওয়ানডে ৯ ডিসেম্বর, দ্বিতীয়টি সেই মাঠেই ১১ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর শেষ ম্যাচ সিলেটে।
এরপর পর্যটননগরীতেই সিরিজের প্রথম টি-টুয়েন্টি লড়াই। শুরু ১৭ ডিসেম্বর। ২০ ও ২২ ডিসেম্বর শেষ দুটি টি-টুয়েন্টি ম্যাচ মিরপুরে।
এরইমধ্য দিয়ে শেষ হবে উইন্ডিজের বাংলাদেশ সফর।
Discussion about this post