এখন আর গুঞ্জন নয়, অনেক বিশ্লেষকই জোর গলায় বলে ফেলেছেন, শচীন টেন্ডুলকারের রেকর্ডগুলো একদিন বিরাট কোহলির হবে। ভারতীয় এই তারকা ক্রিকেটার যতো সময় যাচ্ছে নিজেকে নিয়ে যাচ্ছেন ইর্ষনীয় এক অবস্থানে। ব্যাট হাতে ধারাবাহিকভাবেই রান ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন কোহলি।
এইতো এবার ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তম টেস্টের দুই ইনিংসেই ব্যাটে রান পেলেন। তাতে ভারতকে জয় এনে দেয়ার পথ তৈরি করে দিয়েছেন অধিনায়ক। এর পথ ধরে নতুন আরেক রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। ভেঙ্গেছেন নবাব মনসুর আলি খান পতৌদির রেকর্ড।
ক্যারিয়ারের ৫০তম টেস্টের ১ম ইনিংসে ১৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন কোহলি। আর ২য় ইনিংসে ১০৯ বলে ৮১ রান। এমন সাফল্য তাকে পাইয়ে দেয় আরেকটি রেকর্ড। ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন তিনি।
এই টেস্টে দুই ইনিংসে অধিনায়ক কোহলির রান ২৪৮। আর তাতেই নবাব পতৌদিকে ছাড়িয়ে যান তিনি। ১৯৬৪ সালে দিল্লি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২১৬ রান (১৩ ও ২০৩) করেন ভারতের সে সময়ের অধিনায়ক পতৌদি।
যদিও ভারতীয় অধিনায়ক হিসেবে এক টেস্টে সর্বোচ্চ রান করার প্রথম দুটি রেকর্ড সুনিল গাভাস্কারের। ১৯৭৮ সালের ১ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতা টেস্টে ২৭৮ রান (২০৫ ও ৭৩) করেছেন তিনি। এরপর ২৯ ডিসেম্বর মুম্বাই টেস্টে ২৮৯ রান (১০৭ ও ১৮২*) করেন সময়ের সেরা এই ক্রিকেটার।
Discussion about this post