দেশজুড়ে চলছে নববর্ষ ১৪২৯ বরণ করার উৎসব। বাংলা নববর্ষের প্রথম দিন রঙের খেলায় উজ্বল চারপাশ। প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনে উদযাপনে যোগ দিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এমন কী ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও সামিল বর্ষবরণে। সবাই এই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে নববর্ষের শুভেচ্ছা জানালেন। নববর্ষের ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা!’ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার ফেসবুক পেজে লিখেছেন, ‘নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর আপনার জীবনে সুখী ও সমৃদ্ধ ভরে উঠুক। আপনাকে এবং আপনার পরিবারকে শুভ নববর্ষ!’
Discussion about this post