বুধবার সকাল থেকেই আগের মতো সরগরম হয়ে উঠবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ৩২ ক্রিকেটারকে নিয়ে এদিন থেকে শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প। তার আগে মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠের নেটে ব্যাটিং অনুশীলন করলেন সৌম্য সরকার। তারপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ‘বছর শুরুর সিরিজটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমরা ভাল করতে পারলে দল অনেক উজ্জীবিত হয়ে উঠবে।’
ক্রিকেটাঙ্গনে বলা হয়ে থাকে সদ্য বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের ক্রিকেটার সৌম্য সরকার। এখন তো হাথুরু অধ্যায় শেষ। কী হবে সৌম্যর। এই ওপেনার অবশ্য ব্যাপারটি তুলতেই তীব্র আপত্তি করলেন। তিনি জানালেন, ‘দেখুন, আমি যদি ভাল খেলি আমি দলে থাকব। কে পছন্দ করেন না করে এটা তো জানি না। অনেক মানুষেরই কথা থাকতে পারে। কারণ একটা ক্লাসে স্যার সবাইকে পছন্দ করে না। যাকে পছন্দ করে না, সে পেছনে গিয়ে লাগতেই পারে। আমি যদি ভাল না খেলতাম আমি টিমেও আসতাম না, আমাকে কেউ পছন্দও করত না। আমি যদি স্কুলেই ভর্তি না হই কেউ কিভাবে আমাকে পছন্দ করবে। স্কুলে ভর্তি হওয়ার জন্য তো আমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষায় যখন ভাল করেছি বলেই তখন কোচ পছন্দ করছে।’
সৌম্যর ভাল যায়নি ২০১৭ সাল। ছন্দে ফেরার লড়াই করতে করতে কেটেছে বছর। আসছে নতুন বছর নিয়ে নিয়ে সৌম্য বলেন, ‘২০১৭ সালে আমার চাওয়া পূরণ হয়নি। এখন চেষ্টা করব, ২০১৮তে নিজের লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। সব মানুষের চাওয়া সবসময় পূরণ করা যায় না। নিজে খুশি হতে পারলে মানুষকেও খুশি করতে পারবো।’
Discussion about this post