জয় দিয়ে নতুন বছর শুরু করতে চেয়েছিল বাংলাদেশ। একইসঙ্গে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের যন্ত্রনা ভুলে যেতে চেয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু উল্টো হার। ২০১৭ সালে নিজেদের প্রথম ম্যাচটাতেই পারল না টাইগাররা। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি লড়াইয়ে ৬ উইকেটের পরাজয়। এই জয়ে ৩ ম্যাচ টি-টুয়েন্টির সিরিজে ১-০’তে এগিয়ে গেল কিউইরা।
মঙ্গলবার ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে মাহমুদউল্লাহ রিয়াদের ৫২ রানে লড়াকু পুঁজি পায় দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাশরাফির দল করে ১৪১ রান। জবাব দিতে নেমে চাপে পড়েছিল স্বাগতিকরাও। তবে ঠিক পেশাদারের মতো খেলে গেছে। শেষ পর্যন্ত কেন উইয়ামসনের অপরাজিত ৭৩ রানে রানে ধরা দেয় অনায়াস জয়। ১২ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে নিউজিল্যান্ড।
এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিততেও পারে সফরকারীরা। কিন্তু কলিন গ্র্যান্ডহোমের সঙ্গে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়ে কেন উইলিয়ামসন দৃশ্যপট পাল্টে দেন। উইলিয়ামসন ৫৫ বলে ৭৩ রান করেন। গ্র্যান্ডহোমে অপরাজিত ছিলেন ৩৫ বলে ৪১ রানে।
৬ জানুয়ারি এই নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৮ (তামিম ১১, ইমরুল ০, সাব্বির ১৬, সাকিব ১৪, সৌম্য ০, মাহমুদউল্লাহ ৫৩, মোসাদ্দেক ২০, মাশরাফি ১, নুরুল ৭*, রুবেল ২*; হুইলার ২/২২, হেনরি ১/৪৪, ফার্গুসন ৩/৩২, ডি গ্র্যান্ডহোম ১/২৩ স্যান্টনার ১/২০)।
নিউজিল্যান্ড: ১৮ ওভারে ১৪৩/৪ (ব্রুম ৬, উইলিয়ামসন ৭৩*, অ্যন্ডারসন ১৩, ব্রুস ৭, ডি গ্র্যান্ডহোম ৪১*; সাকিব ১/৩০, মাশরাফি ০/২২, রুবেল ১/৪৩, মুস্তাফিজ ১/২১, মোসাদ্দেক ০/৯, সৌম্য ০/১৮ )।
ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন
Discussion about this post