তিনিই যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান, তার প্রমাণ দিলেন আবারও। তবে সময়টা ইদানিং ভাল যাচ্ছিল না। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে আক্ষেপই বাড়ছিল। তবে স্বস্তির খবর ঘরোয়া ক্রিকেটে পার পাচ্ছেন তামিম ইকবাল। এইতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আগের ম্যাচে একটুর জন্য সেঞ্চুরি পাননি। এবার আর সেই আক্ষেপ ঘুচল তামিমের। দারুণ এক শতরানে এক ম্যাচেই স্পর্শ করেন দুটি মাইলফলক।
বিকেএসপিতে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঝড় তুলেন তামিম। ৮১ বলে ১০৯ রানের অপরাজিত এক ধামাকা ইনিংস খেলেন তিনি। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ২০তম সেঞ্চুরি।
বলা দরকার, তামিম ২০ সেঞ্চুরিতেও তামিম বাংলাদেশের প্রথম। এই ম্যাচেই লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রান ক্লাবে পা রাখেন তামিম। আর এই মাইলফলকেও বাংলাদেশের প্রথম তিনি।
তামিম ইকবালের গড়া ২০ সেঞ্চুরির ১৪টিই বাংলাদেশ জাতীয় দলে হয়ে। ঢাকার ক্লাব ক্রিকেটে আবাহনী লিমিটেডের হয়ে দুটি। বাকি চারটি মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়েেখেলেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ডে তামিমের পরই ১৫ সেঞ্চুরি নিয়ে দুইয়ে প্রাইম ব্যাংকে খেলা এনামুল হক বিজয়। যিনি এদিন নতুন এক উচ্চতায় পা রাখলেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ব্যাটসম্যান গড়লেন ইতিহাস। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে হাজার রান করলেন।
মঙ্গলবার রূপগঞ্জ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যক্তিগত ৭০ রান তুলতেই নতুন এই কীর্তি গড়েন বিজয়। চলতি প্রিমিয়ার লিগে ৯৩০ রান নিয়ে মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নামেন তিনি। বিকেএসপির মাঠে ৭০ তুলতেই মাতে উল্লাসে। ইতিহাস জানাচ্ছে-লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন তিনি।
তামিম-এনামুলের পর ১৩ সেঞ্চুরি নিয়ে তিনে মুশফিকুর রহিম। ১২ সেঞ্চুরিতে যৌথভাবে চারে নাঈম ইসলাম ও লিটন কুমার দাস।
Discussion about this post