ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালিনই কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে ফিরেছিলেন এ তারকা ক্রিকেটার। চট্টগ্রাম টেস্টে দারুণ ব্যাটিংও করেছিলেন। পেয়েছিলেন হাফসেঞ্চুরি। কিন্তু বৃহস্পতিবার ফিল্ডিংয়ের সময় আবারও বা উরুর আরেক জায়গায় চোট পান সাকিব। যেটি প্রকারান্তরে কুঁচকিতেই নতুন চোট। যে কারণে শুক্রবার সকালে দলের সঙ্গে মাঠে নামতে পারেননি এ তারকা।
টেস্টের দ্বিতীয় দিন বিকেলে নিজের বোলিংয়ে ফিল্ডিংয়ের সময় পায়ে টান লাগে সাকিব আল হাসানের। তখন ধারণা করা হয়েছিল, চোট কুঁচকির। কিন্তু শুক্রবার দুপুরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাকিবের এই চোট বাঁ ঊরুতে।
নতুন এই চোটের কারণে টেস্টের তৃতীয় দিনে মাঠে নামতে পারেননি সাকিব। এমআরআই করানো হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। স্ক্যানে নিশ্চিত হয় তার চোট। বিসিবির মেডিকেল বিভাগ জানাল সাকিবের চিকিৎসা চালিয়ে যাবে। তার অবস্থা পর্যবেক্ষণ করতে থাকবে। অবস্থা যা দাঁড়াচ্ছে- এই টেস্টে তার বোলিং করার সম্ভাবনা সামান্য খুবই কম।
চলতি টেস্টে আর হয়তো বোলিং করতে পারবেন না সাকিব। তাকে নিয়ে কোন ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে সাকিব অনিশ্চিত হয়ে পড়তে পারেন মিরপুরের দ্বিতীয় টেস্টেও।
শুক্রবার এক বিৃবতিতে সাকিবের চোটের ব্যাপারে বিসিবি জানিয়েছে, প্রথম টেস্টের আগে পাওয়া কুঁচকির চোট সামলে উঠলেও টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় বাম উরুর আরেক জায়গায় চোট পান সাকিব, যেটি প্রকারান্তরে কুঁচকিতেই নতুন চোট। চট্টগ্রাম টেস্ট চলাকালে বিসিবির মেডিকেল দল তাঁর চিকিৎসা চালিয়ে যাবে এবং অবস্থা পর্যবেক্ষণ করবে।
নিষেধাজ্ঞা কাটিয়ে চট্টগ্রামের ম্যাচ দিয়েই টেস্টে ফেরেন সাকিব। খেলেন ৬৮ রানের ইনিংস। বল হাতে ৬ ওভার করার পর অস্বস্তি নিয়ে নিয়ে ছাড়েন মাঠ।
Discussion about this post