ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতীয় ক্রিকেট যেন খুঁজে পেয়েছে নতুন তারকা। যিনি ব্যাট হাতে দাপট দেখিয়েই যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফের কথা বলল মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট। প্রোটিয়াদের বিপক্ষে বীরেন্দ্র শেবাগ ও রোহিত শর্মার পর টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলেছেন তিনি।
বৃহস্পতিবার পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত দিন শেষ করে ৩ উইকেটে ২৭৩ রানে। উইকেটে আছেন বিরাট কোহলি (৬৩) ও অজিঙ্কা রাহানে (১৮)।
টেস্টের প্রথম দিনটা ছিল আগারওয়ালের। এদিন দ্রুতই ফিরে যান রোহিত শর্মা। এক প্রান্ত আগলে আগারওয়াল খেলতে থাকেন। চেতেশ্বর পূজারা নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ১৩৮ রানের জুটি। তিনি তুলে নেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। ১৮৩ বল হাঁকালেন শতক। এর আগে ১১২ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ১৯৫ বলে ১০৮ রানে ফেরেন আগারওয়াল।
মায়াঙ্ক এ পর্যন্ত ছয় টেস্টে দলের প্রথম ইনিংসে করেন- ৭৬, ৭৭, ৫, ৫৫, ২১৫ ও ১০৮ রান। দ্বিতীয় ইনিংসে তিনি কিছুটা বিবর্ন- ৪২, ১৬, ৪ ও ৭।
আগারওয়াল ফিরে গেলেও বিরাট কোহলি এক প্রান্ত আগলে রেখে রাহানে নিয়ে বড় সংগ্রহের পথে ছুঁটছেন। এরইমধ্যে চতুর্থ উইকেটে তারা অবিচ্ছিন্ন রয়েছেন ৭৫ রানে। ৯১ বলে পঞ্চাশ স্পর্শ করা কোহলি অপরাজিত আছেন ৬৩ রান নিয়ে। ৩ উইকেট নেন কাগিসো রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: (প্রথম দিন শেষে) ৮৫.১ ওভারে ২৭৩/৩ (মায়াঙ্ক ১০৮, রোহিত ১৪, পুজারা ৫৮, কোহলি ৬৩*, রাহানে ১৮*; ফিল্যান্ডার ১৭-৫-৩৭-০, রাবাদা ১৮.১-২-৪৮-৩, নরকিয়া ১৩-৩-৬০-০, মহারাজ ২৯-৮-৮৯-০, মুথুসামি ৬-১-২২-০, এলগার ২-০-১১-০)
Discussion about this post