মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইতিহাসের এক আবেগঘন সকাল দেখলো বাংলাদেশ ক্রিকেট। শততম টেস্টে পা রাখার মুহূর্তেই মুশফিকুর রহিমকে ঘিরে ছিল বিশেষ প্রত্যাশা, আর সেই প্রত্যাশাকে রূপ দিলেন এক অনন্য সেঞ্চুরিতে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে কেউ শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়েনি। সেই শূন্যস্থান পূরণ করে নতুন অধ্যায়ের সূচনা করলেন দেশের অন্যতম সফল ব্যাটার।
আগের দিন ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার পর বৃহস্পতিবার সকালেই মাত্র এক রান নিয়ে পূর্ণতা দেন নিজের মাইলফলক ম্যাচকে। তিনি হন বিশ্বের ১১তম ক্রিকেটার, যিনি শততম টেস্টে সেঞ্চুরি করলেন; আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ঘটলো মাত্র ১২তমবারের মতো।
এর আগে যারা এই কাতারে আছেন-তারা সবাই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। কলিন কাউড্রি, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নারের পাশে এখন গর্বের সঙ্গে যুক্ত হয়েছে মুশফিকুর রহিমের নাম।
শুধু শততম টেস্টে সেঞ্চুরি নয়, এর মধ্য দিয়ে মুশফিক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও স্পর্শ করলেন নতুন উচ্চতা। মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে তার এখন ১৩টি টেস্ট সেঞ্চুরি। দেশের জার্সিতে এত দীর্ঘ পথ হাঁটার সাক্ষী হয়ে এই অর্জন যেন তার ক্যারিয়ারের মূল্যবান প্রতীক হয়ে রইলো।
আরেকটি বিশেষ কীর্তিও ছুঁয়েছেন তিনি। বিশ্বে মাত্র আটজন উইকেটকিপার আছেন যারা একশ বা তার বেশি টেস্ট খেলেছেন। সেই এলিট তালিকায় মুশফিকের অন্তর্ভুক্তি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকেও আরও সমৃদ্ধ করেছে। এখানেই থেমে নেই সম্ভাবনা-রিকি পন্টিংয়ের পর আর কেউ শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করতে পারেননি। দ্বিতীয় ইনিংস বাকি থাকায় মুশফিক চাইলে সেই অসাধারণ রেকর্ডেও ভাগ বসাতে পারবেন।
যারা শততম টেস্টে সেঞ্চুরি করেছেন, তাদের দীর্ঘ তালিকাটি ক্রিকেটের সোনালি অধ্যায়ের মতোই মুগ্ধকর। কাউড্রি ১৯৬৮ সালে শুরু করেছিলেন ঐতিহ্য; জাভেদ মিয়াঁদাদ, গ্রিনিজ, স্টুয়ার্ট, ইনজামাম সেই ধারাকে বহন করেছেন। পন্টিং সেখানে একমাত্র ক্রিকেটার যিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ডকে করেছে অনন্য। গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা সেই তালিকায় যুক্ত হয়েছেন যথাক্রমে ২০১২ ও ২০১৭ সালে। সাম্প্রতিক সময়ে জো রুট ও ডেভিড ওয়ার্নার নিজেদের শততম টেস্টকে ডাবল সেঞ্চুরিতে রাঙিয়েছেন। ২০২৪ সালে এসে বাংলাদেশের মুশফিকুর রহিম যুক্ত হলেন সেই বিরল ও মর্যাদাপূর্ণ তালিকায়।










Discussion about this post