বাংলাদেশ ক্রিকেটে প্রথমবারের মতো একজন নারী আম্পায়ার পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব নিতে যাচ্ছেন। নামটি সবার এখন মুখে মুখে সাথিরা জাকির জেসি। নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যাবে মাঠের পাশে, কখনো চতুর্থ আম্পায়ার, কখনো আবার টিভি আম্পায়ারের ভূমিকায়।
৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক লড়াই। এই সিরিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়বেন জেসি। সেদিন তিনি থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন, আর তৃতীয় ম্যাচে আবারও ফিরবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। প্রতিটি ম্যাচে ভিন্ন ভিন্ন দায়িত্ব পেলেও এক জিনিস স্পষ্ট বাংলাদেশের ক্রিকেটে তিনি হয়ে উঠেছেন নতুন পথের দিশারী।
সাথিরা জেসি এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন। নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তবে এবার পুরুষদের ক্রিকেটে তার পদচারণা কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের ক্রিকেটের জন্যও এক অনন্য অর্জন।
এই সিরিজে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ, মোর্শেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলাম। সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, যথাক্রমে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
অতিথি দল নেদারল্যান্ডসও প্রস্তুত এই সিরিজের জন্য। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে গড়া দলে জায়গা পেয়েছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, নোয়া ক্রস, রায়ান ক্লেইনদের মতো পরিচিত মুখ। ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে ডাচরা।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ সূচি
৩০ আগস্ট – প্রথম ম্যাচ
১ সেপ্টেম্বর – দ্বিতীয় ম্যাচ
৩ সেপ্টেম্বর – তৃতীয় ম্যাচ
**সবগুলো ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে এবং অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
Discussion about this post