ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে একাধিকবার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবালের। তবে এবার সেই দায়িত্বটা কয়েকদিন আগেই পাকাপাকিভাবে পেয়েছেন তিনি। যে কারণে এবার চ্যালেঞ্জটা তার জন্য বেশি। তবে সেটা জয় করতে সবাইকে ধর্য্য ধরতে বললেন এ বাঁহাতি ওপেনার।
এবার ডিপিএলে তামিম কেমন নেতৃত্ব দেন, সেদিকে আলাদা নজর রাখবেন সমর্থকরা। তবে ব্যাপারটি নিয়ে ভাবছেন না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ অধিনায়ক। উল্টো নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে তিনি। দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারলে নিজেই নাকি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন চট্টগ্রামের এ ক্রিকেটার। গতকাল এমনটাই জানিয়েছেন এ বাঁহাতি, ‘আমি আপাতত এটাই সবাইকে বলতে পারি, আমার এ ক্ষেত্রে একটু ধৈর্য রাখেন। নিজের ব্যাটিংয়ে এক সিরিজ, দুই সিরিজ বা পাঁচটা ব্যর্থতা—এটা হতেই পারে। আশা করি হবে না। অধৈর্য হব না, আপনারাও হবেন না। দর্শকদেরও একই অনুরোধ করব। চেষ্টা করব যেন, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর যদি কোনো কারণে কোনো সময়—সেটা ছয় মাস হোক বা এক বছর, আমার যদি মনে হয় আমি দলের সঙ্গে সুবিচার করছি না, তাহলে আমিই হব প্রথমজন, যে সরে দাঁড়ানোর কথা বলবে। আমিই সবার আগে হাত তুলে বলব-সরি।’
মাশরাফির মতো অধিনায়তের জায়গা পূরণ হওয়া সহজ নয়। আর এ সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছেন তামিম। তবে তিনি চেষ্টা করবেন দলের ধারাবাহিক সাফল্য ধরে রাখার।
এজন্য সময়ও চেয়েছেন, ‘আমি এমন একজনের পরে দায়িত্ব পেয়েছি, যিনি অনেক সফল। যার নেতৃত্বে আমরা অনেক কিছু করেছি। আমাদের প্রাপ্তির ভাণ্ডার অনেক ভারী হয়েছে, অর্জনও আছে বেশ। তার জায়গাটা হুট করে নিয়ে, সফল হওয়া সহজ কাজ নয়। কাজেই দায়িত্ব পেয়ে রাতারাতি ও খুব শীঘ্রই মাশরাফি ভাইয়ের পর্যায়ে চলে যাওয়া হবে খুব কঠিন। দল হিসেবে এবং আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কোনো বড় দলের বিপক্ষে জেতা। ২০১৫ সালে আমরা যখন পাকিস্তানকে ওয়ানডে সিরিজ হারালাম, সেটা ছিল আমাদের একটা বড় টার্নিং পয়েন্ট। তখন মাশরাফি ভাইয়ের নেতৃত্বে আমাদের ভিতরে একটা বিশ্বাস জন্মালো যে, আমরা বড় দলকে হারাতে পারি। তার আগেও আমরা জিতেছি। কিন্তু কোনো বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড ছিল না। এখন আমাদের দলে বেশকিছু তরুণ আছে। তাদের ভেতরে বিশ্বাস জাগাতে এবং মনে সাহস সঞ্চারে একটাই জিনিস দরকার, তা হলো যেকোনো বড় দলকে হারানো। কোন বড় দলকে হারাতে পারলে সেই বিশ্বাসটা আবার ফিরে আসবে, টিমের জন্য ভাল হবে।’
Discussion about this post