ফ্রাঞ্চাইজি ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেডও বেশ জমে উঠেছে। এবারের এই আয়োজনের প্লেয়ার ড্রাফটে নাম তুললেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। আইপিএলে খেলা সাকিব আল হাসান ও লিটন দাস ছাড়াও আরও চার ক্রিকেটার নিবন্ধন করেছেন। যদিও এখন অব্দি বাংলাদেশের কোনো ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পাননি।
এবার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড। এই ক্যাটাগরিতে আরও রয়েছেন মিচেল স্টার্ক, কাইরন পোলার্ডরা। ড্রাফটে টাইগার ক্রিকেটারদের মধ্যে নাম আছে আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও সৌম্য সরকারের।
ড্রাফটে লিটনের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। আফিফের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড। ভিত্তিমূল্য ছাড়াই তালিকায় রয়েছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
দ্য হান্ড্রেডের তৃতীয় আসরের জন্য আছেন ২৮ দেশের ৮৮১ জন ক্রিকেটার। পুরুষ ক্রিকেটার ছাড়া নারী ক্রিকেটার হিসেবে নিবন্ধন করলেন জাহানারা আলম।
এ বছরের ১ আগস্ট থেকে শুরু হবে দ্য হান্ড্রেডের তৃতীয় আসর।
Discussion about this post