ফের সুখবর পেলেন সাকিব আল হাসান। রাজধানীতে গুলশানে একটি নামী হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থেকে দ্বিতীয়বারের মতো করোনার নমুনা দেন তিনি। এবার নেগেটিভ। আইপিএল খেলে থেকে দেশে ফেরা এই অলরাউন্ডার প্রথম করোনা পরীক্ষায়ও হয়েছিলেন নেগেটিভ।
তবে এখনই মুক্তি মিলছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফের আরও একবার টেস্টের জন্য নমুনা দেবেন সাকিব। সব মিলিয়ে মোট ১৪ দিন এভাবেই থাকতে হবে হোটেলে বন্দি।মুক্ত হবেন ২০ মে। আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে টাইগারদের দলে আছেন সাকিব। দলে থাকা মুস্তাফিজুর রহমানও ভারত থেকে এসে আছেন হোটেল কোয়ারেন্টাইনে।
আইপিএল ফেরত আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রীও দিয়েছেন নমুনা। তারা এখন আছেন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। প্রথম দফায় তারাও পেয়েছেন নেগেটিভ সার্টিফিকেট।
আইপিএল স্থগিত হওয়ায় গত বৃহস্পতিবার ভারত থেকে দেশে ফেরেন সাকিব। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন বলেন, ‘সাকিব আল হাসানের টানা দুই পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। গতকাল প্রথম টেস্টের ফল পাওয়ার পর দ্বিতীয় টেস্টের নমুনা নেওয়া হয়। সেটার ফল আজ নেগেটিভ আসে।’
স্ত্রীসহ মুস্তাফিজেরও প্রথম দফায় করোনা নেগেটিভ এসেছে। রোববার তার দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে। মুস্তাফিজ এখন আছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে।
দুজনের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা আগামী ২০ মে। অবশ্য বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন জানিয়েছেন, সাকিব-মুস্তাফিজের ব্যাপারে সরকার সবুজ সংকেত দিয়েছেন। দলীয় অনুশীলনে শিগগিরই ফিরবেন তারা।
তিন ওয়ানডে খেলতে শ্রীলঙ্কান ক্রিকেট দল বাংলাদেশে আসছে ১৬ মে। আগামী ২৩ মে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৫ ও ২৮ মে।
Discussion about this post