সিরিজের দ্বিতীয় টেস্টেও বিপাকে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৫৭৩ রানের জবাবে ১৪৭ রানে শেষ প্রথম ইনিংস। ফলোঅনে মুশফিকুর রহীমের দল। কে জানে তৃতীয় দিনেই হয়তো শেষ হয়ে যেতে পারে ব্লুমফন্টেইন টেস্ট। ম্যাচে চার সেঞ্চুরি করেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। আর টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭০ রান লিটন দাসের।
চলুন দেখে নেই শনিবার দ্বিতীয় দিন শেষে স্কোর।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২০ ওভারে ৫৭৩/৪(এলগার ১১৩, মারক্রাম ১৪৩, আমলা ১৩২, বাভুমা ৭, দু প্লেসি ১৩৫*, ডি কক ২৮*; মুস্তাফিজ ০/১১৩, শুভাশিস ৩/১১৮, রুবেল ১/১১৩, সৌম্য ০/২১, তাইজুল ০/১৪৫, মাহমুদউল্লাহ ০/৩৫, মুমিনুল ০/৬, সাব্বির ০/১৬)
বাংলাদেশ ১ম ইনিংস : ১৪৭/১০ (ইমরুল ২৬, লিটন ৭০, তাইজুল ১২; রাবাদা ৫ / ৩৩ , অলিভিয়ের ৩/৪০)
Discussion about this post