এর চেয়ে বড় দুঃসংবাদ এ মূহূর্তে আর হতেই পারতো না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় তামিম ইকবাল। অবশ্য প্রস্তুতি ম্যাচের সময়ই চোট পেয়েছিলেন তিনি। তার বাঁ পায়ের পেশিতে ছিল গ্রেড ওয়ান টিয়ার। প্রথম টেস্টে খেলতে পারলেও দ্বিতীয়টিতে এসে সেই ইনুজরিটাই তাকে পাঠিয়ে দিল মাঠের বাইরে। দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি এ ওপেনার। এমন কী তার ওয়ানডে সিরিজি খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা!
রনো চোট নিয়েই প্রথম টেস্টে ফিল্ডিং করার সময়ই বিপাকে পড়েন তামিম। আবারো বাঁ পায়ের পেশীতে ব্যথা পেলে অস্বস্তির কথা জানান ম্যানেজমেন্টকে। তারপর স্থানীয়ভাবে চিকিৎসক দেখানো হলে ৪ সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় তার। এ অবস্থায় ওয়ানডে সিরিজেও তাকে না দেখা যেতে পারে। তামিমের ইনজুরিতে দ্বিতীয় টেস্টে সৌম্য সরকারকে দেখা যেতে পেরে একাদশে।
পচেফস্ট্রম টেস্টে ৩৩৩ রানের বড় হারের পর সত্যিকার অর্থেই তামিমের ইনজুরি টাইগারদের জন্য বড় আঘাত। এ অবস্থায় টিম ম্যানেজম্যান্ট তাকে ১০ থেকে ১২ দিন ভালোমত বিশ্রাম দিতে চাইছে। তারপর পরিস্থিতি বুঝে ওয়ানডে সিরিজের দলে তামিমকে রাখা হবে।
Discussion about this post