ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি নিজে ক্রিকেটার। দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। অনেক বাধার প্রাচীর টপকে গেছেন। সৌরভ গাঙ্গুলি ভাল করেি্ জানেন করে এগিয়ে নিতে হবে ভারতীয় ক্রিকেট। এ কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির চেয়ারে বসেই দারুণ এক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের দিয়েছেন বেতন বাড়ানোর সুখবর। ওয়ানডে, তিনদিন, চারদিন ও পাঁচদিনের ম্যাচগুলোতে প্রতিদিন হিসেবে ক্রিকেটাররা পান ৩৫ হাজার রুপি। সেটা বাড়িয়ে ৫০ হাজার করতে চাইছেন সৌরভ।
বিসিসিআইয়ে সভাপতি হয়ে প্রধান নির্বাচক এমকেএস প্রসাদ, পরে অধিনায়ক বিরাট কোহলি এবং শেষে রোহিত শর্মার সঙ্গে বৈঠক করলেন সৌরভ। তারপরই তিনি সবাইকে বুঝিয়ে দেন, নতুন বোর্ড প্রধান শুধু জাতীয় দলের নয়, সমানভাবে গুরুত্ব দিতে চান ঘরোয়া ক্রিকেটারদের। যার অংশ হিসেবে জাতীয় ও ঘরোয়া দলের বেতন-ভাতায় ব্যবধান কমানোর সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
ঘরোয়া ও জাতীয় দলের ক্রিকেটারদের বেতনের পার্থক্য অনেক বেশি এবং সেটা তিনি কমিয়ে আনতে চান সৌরভ। বিসিসিআই’র ৩৯তম সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর সৌরভের প্রথম কাজই হতে পারে এটি। সৌরভ এবং তার সহকর্মীরা বিসিসিআই’তে ঘরোয়া এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয় নিয়ে একাধিকবার কথা বলেছেন। সেসব কথার শেষ ফল হল- দুই শ্রেণির ক্রিকেটারদের বেতনই বাড়ছে।।
এই ইস্যু নিয়েই আন্দোলন করেছেন সাকিব আল হাসানরা। ধর্মঘটের পর অবশ্য বিসিবি ম্যাচ ফিসহ বেতন বাড়ানোর প্রস্তাবে রাজি হয়েছে।
Discussion about this post