জীবনে কঠিন এক দুঃসময়ে দাঁড়িয়ে তিনি। গত কয়েক বছর ধরেই লড়ে যাচ্ছেন মোশাররফ হোসেন রুবেল। দেশে এবং দেশের বাইরে চলছিল চিকিৎসা। মাঝে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন মোশরাররফ হোসেন রুবেল। কিন্তু ফের শারীরিক জটিলতা দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে।
স্বস্তির খবর আইসিইউতে ভর্তির পর জ্ঞান ফিরেছে রুবেলের। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিছুটা। ২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। তারপর প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন। কিন্তু এই বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করে। তারপর থেকে চলছে কেমোথেরাপি। ২৪টি কেমোথেরাপি নিয়েছেন ৩৯ বছর বয়সী রুবেল।
অনেক দিন হয়ে গেল কেবিনে আছেন। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পাননি জাতীয় দলের এই স্পিনার। সেখান থেকেই সবার কাছে দোয়া চেয়েছেন রুবেল। নিজের ফেসবুক প্রোফাইলে রোববার এক স্ট্যাটাসে রুবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তালা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন।’
এক সপ্তাহ আইসিইউতে থাকার পর কেবিনে নেয়া হয়েছে রুবেলকে। এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকেই চলছে কেমোথেরাপি। এই দুঃসময়ে সবার দোয়া চাইলেন রুবেল।
Discussion about this post