ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। তার জায়গা পূরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডেকে নিয়েছে মোসাদ্দেক হোসেনকে। সব মিলিয়ে এ অলরাউন্ডার জাতীয় দলে ফিরলেন দেড় বছর পর। এজন্য দারুণ রোমাঞ্চিত। তবে তাতে ভেসে যাচ্ছেন না তিনি। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটাই দেয়ার লক্ষ্য তার।
নিউজিল্যান্ড সফরের জন্য শুক্রবার ২০ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সেখানে স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদী। যে কারণে একাদশে জায়গা পাওয়া কঠিন হবে বলে মনে করছেন মোসাদ্দেক।
সাকিবের না থাকাটা বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি। তবে তার জায়গায় সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান মোসাদ্দেক, ‘আসলে সাকিব ভাইয়ের না থাকাটা অনেক বড় একটা ব্যাপার দলের জন্য। সাকিব ভাই থাকলে অনেক সহজ হয়ে যায় দলের জন্যে। সাকিব ভাইয়ের জায়গাটায় খেলা অনেক বেশি অনুপ্রেরণার ব্যাপার। এটা সবসময়ই ভালো লাগার একটা বিষয়। যখন জাতীয় দলের জন্য খেলি এবং ভালো কিছু করার চেষ্টা থাকে, ভালো কিছু করতে পারলে ভালো লাগে।’
তিনি আরও বলেন, ‘সাকিব ভাই থাকলে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায়, কিভাবে ভালো খেলা যায়। আসলে যেহেতু উনি নাই অবশ্যই অনেক বেশি মিস করব। তার জায়গাটা পূরণ করাটা খুবই কঠিন কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা করব দলকে ভালো কিছু দেয়ার।’
লম্বা সময় পর জাতীয় দলে ফেরাটা স্পেশাল মনে হচ্ছে মোসাদ্দেকের। তাই কিউই সফরে ভালো কিছু করতে আশাবাদী তিনি, ‘জাতীয় দলে খেলা আসলে সবসময়ই স্পেশাল একটা ব্যাপার। একটা খেলোয়াড় যখন খেলে সবসময় চায় জাতীয় দলে খেলতে এবং এটা প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য এটা স্পেশাল মুহূর্ত, জাতীয় দলে ফিরে আসা বা খেলা। তো স্বাভাবিকভাবে আমিও অনেক বেশি আশাবাদী যে এই সিরিজটাতে হয়তো ভালো কিছু করব। স্পিন অলরাউন্ডার হিসেবে আমার কাজ থাকবে দলের প্রয়োজনে যখন যেটা করা দরকার সেটা করার চেষ্টা করব। জানি না কতটুকু সুযোগ আমার জন্য আসবে। যদি সুযোগ আসে আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করব দেশকে ভালো কিছু করে দেয়ার এবং আমার যে জায়গা, আমার যে দায়িত্ব থাকবে সেই দায়িত্বটা ভালোভাবে পালন করার।’
Discussion about this post