৯০ রানে অলআউট দল! রীতিমতো বিস্ময়কর। বদলে যাওয়া বাংলাদেশের এমন পতন দেখে হতাশ ভক্তরা। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে ৩৩৩ রানে। দলের এমন শোচনীয় হারে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহীম।
দুঃস্বপ্নের ব্যাটিংয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা অধিনায়ক মুশফিক জানান, দ্বিতীয় ইনিংসে দলের ব্যাটিংয়ে তিনি হতাশ। তার কথা, ‘অধিনায়ক হিসেবে আমি নিজেই ভুলে গেছি বাংলাদেশ শেষ কবে এমন ব্যাটিং করেছে। একশ রানের নিচে শেষ কবে অলআউট হয়েছি নিজেও মনে করতে পারলাম না। এ অবস্থায় খুবইখারাপ লাগছে।’
২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ বার একশ রানের নিচে অলআউট হয় বাংলাদেশ। আবারো সেই লজ্জা। মুশফিক এই হার মেনে নিতে পারছেন না। হতাশ অধিনায়ক বললেন, ‘ম্যাচ বাঁচানো খুব কঠিন হতো। কিন্তু অন্তত দুইটা সেশন খেলার মতো সামর্থ্য তো আমাদের আছে। এদিক থেকে বলব, অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে খুব হতাশ। খুবই খারাপ লাগছে। এই হারের জন্য জাতির কাছে ক্ষমা চাইছি আমি।’
এ অবস্থায় পরের টেস্টে ঘুরে দাঁড়াতে চান মুশফিক। জানালেন, ‘পরের টেস্টে অনেক বড় কিছু করে দেখাতে হবে। সেটা না পারলে এমন লজ্জা ছাড়া আমরা কিছুই নিয়ে যেতে পারব না। চেষ্টা থাকবে ঘুরে দাঁড়িয়ে যেন আমাদের সেরাটা দিতে পারি। গত দুই-তিন বছর ধরে আমরা যে সম্মান অর্জন করেছি সেটা যেন বজায় রাখতে পারি।’
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৯৬/৩ ডি. ও ২য় ইনিংস: ২৪৭/৬ ডি.
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২০/১০ ও দ্বিতীয় ইনিংস: ৩২.৪ ওভারে ৯০/১০
ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩৩ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে
ম্যাচসেরা: ডিন এলগার
Discussion about this post