অনেকটা বাংলাদেশের মতোই আবহাওয়া ডারউইনের। এ কারণে সেখানেই এখন কন্ডিশনিং ক্যাম্প করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এমন কী ঢাকা ও চট্টগ্রামের মতো ৬টি উইকেট তৈরি করে নিয়েছে তারা। যাতে সফরে খেলতে কোন সমস্যা না হয়। তারই অংশ হিসেবে এবার অজি ক্রিকেটাররা নিজেদের মধ্য একটি প্রস্তুতি ম্রাচ খেলবেন।
নিজেদের মধ্যে দু’দলে ভাগ হয়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচে লড়বেন স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নাররা। সোমবার থেকে শুরু হবে তিনদিনের এই প্রস্তুতি ম্যাচ। গত শনিবার স্মিথ একাদশ ও ওয়ার্নার একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরের দলে থাকা ১৪জন ক্রিকেটারের সঙ্গে প্রস্তুতি ম্যাচের জন্য ক্যাম্পে ডাক পেলেন রাভিস হেড, অ্যাডাম জ্যাম্পা, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিস, ক্রিস ট্রেমেইন ও জন হল্যান্ড। বাংলাদেশ সফরের দলে থাকা ৩ স্পিনারের পাশাপাশি ম্যাচটিতে খেলবেন মোট ৬ স্পিনার।
গত বুধবার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া দলের ক্যাম্প। দীর্ঘ ১১ বছর পর টেস্ট সিরিজ টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগষ্ট ঢাকা আসবে অজিরা। সফরে মুশফিকদের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।
স্টিভেন স্মিথ একাদশ-
ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, ক্রিস ট্রেমেইন, মিচেল সোয়েপসন, জশ হেইজেলউড, টম অ্যান্ড্রু ও জ্যাকসন বার্ড।
ডেভিড ওয়ার্নার একাদশ-
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম, অ্যাশটন অ্যাগার, জ্যাক হুইটহেরাল্ড, প্যাট কামিন্স, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা ও জন হল্যান্ড।
Discussion about this post